Ajker Patrika

চকবাজারে আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১২: ৪৮
চকবাজারে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

শাহজাহান শিকদার জানান, পুরান ঢাকার চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা ভবনের পঞ্চম তলায় আগুন লাগে। এটা একটি সিরামিক গোডাউন বলে জানা গেছে। পরে ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

এর আগে গত ৪ এপ্রিল ভয়াবহ এক আগুনে বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের প্রায় ৩ হাজার দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত