Ajker Patrika

ছুটির দিনে ঢাকার সড়কে ঝরল দুই প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছুটির দিনে ঢাকার সড়কে ঝরল দুই প্রাণ

রাজধানীর বনানী ও হাজারীবাগ এলাকায় গাড়ি চাপায় দুজন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা দুটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতরা হলেন-উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের বাসিন্দা বিএম কৃষ্ণ (৪০) ও হাজারীবাগ এলাকার সিএনজি অটোরিকশা চালক মো. আবু হোসেন (৬০)। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বনানীর কাকলি ব্রিজের নিচ থেকে গাড়ির ধাক্কায় ভোররাতে গুরুতর আহত অবস্থায় বিএম কৃষ্ণ নামের এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে ভাসমান কয়েকজন কিশোর। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর কাছে থাকা কাগজপত্র দেখে পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। 

অন্যদিকে রাজধানীর হাজারীবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় মো. আবু হোসেন (৬০) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত আবু হোসেনের ছেলে স্বপন জানান, রাত আড়াইটার দিকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত হন আবু হোসেন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে মারা যান তিনি। 

এ বিষয়ে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মিয়া জানান, ট্রাকের ধাক্কায় আবু হোসেন গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত