Ajker Patrika

রাজধানীর লালবাগে গলায় ফাঁস নিয়ে এক যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীর লালবাগে গলায় ফাঁস নিয়ে এক যুবকের মৃত্যু

রাজধানীর লালবাগে গলায় ফাঁস নিয়ে ওয়াজিব (২৪) নামের এক যুবক মারা গেছে। আজ বুধবার সাড়ে ৩টার দিকে লালবাগ পোস্তা কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসার তিনতলায় এই ঘটনা ঘটে।

মৃত ওয়াজিবের বড় ভাই মো. সোহাগ জানান, তাঁদের বাড়ি ময়মনসিংহ কোতয়ালীর মাসকান্দা এলাকায়। লালবাগ পোস্তা কাজী রিয়াজ উদ্দিন রোডের একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন। বাবার নাম আবদুল মান্নান। ওয়াজিব আগে চন্দ্রীমা মার্কেটে কাপড়ের দোকানে কাজ করতেন। দুই মাস ধরে তিনি কিছুই করেন না। তিন ভাইয়ের মধ্যে ওয়াজিব ছিল সবার ছোট। 

মো. সোহাগ বলেন, ‘ওয়াজিব তিন মাস হলো বিয়ে করেছে। বাবা-মা ওয়াজিবকে কাজ করতে বললেও কাজ করত না। আজ দুপুরে খাবার সময় মা রিতা বেগম তাকে বকাবকি করেন। কিছুক্ষণ পর অভিমানে ঘরের দরজা বন্ধ করে দেয় ওয়াজিব। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায় না। বিকেল ৫টার দিকে দরজা ভেঙে দেখা যায়, ওয়াজিব ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই আবদুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানায় অবহিত করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত