শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘আমরা শিবচরে স্পোর্টস সিটি করার চেষ্টা করছি। শেখ হাসিনা স্পোর্টস সিটি যদি আমাদের মাটিতে হয়, তাহলে দেশ-বিদেশ থেকে ছেলেমেয়েরা আমাদের এখানে খেলাধুলা করতে আসবে। ওই স্পোর্টস সিটির মধ্যে একটি অলিম্পিক ভিলেজও থাকবে। সেখানে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ শেষে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘স্পোর্টস সিটি নির্মাণের জন্য মাদারীপুর জেলার শিবচর ও ফরিদপুরের সদরপুর মিলিয়ে প্রায় ৩ হাজার একর জমি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমরা এখানে স্পোর্টস সিটি করার চেষ্টা করছি। যদি পরীক্ষা-নিরীক্ষা করে সম্ভব হয়, তাহলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা এই স্পোর্টস সিটির কাজ শুরু করব।’
নূর-ই-আলম চৌধুরী আরও বলেন, ‘শিবচরে ইনডোর স্টেডিয়াম করা হচ্ছে, যেখানে ইনডোর গেমের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। দেশের প্রতিটি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী একটি করে শেখ রাসেল স্টেডিয়াম করে দিয়েছেন। খেলাধুলার জন্য আওয়ামী লীগ সরকার যে ব্যাপক কর্মসূচি নিয়েছে, তাতে আমাদের আগামী প্রজন্ম উপকৃত হবে। আমাদের দেশ ক্রিকেটে অনেক নাম করেছে। আমাদের মেয়েরাও অনেক সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে ফুটবলেও আমরা আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনব।’
এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পল্লব হাজরা।
উল্লেখ্য, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘মাদারীপুর উৎসব’-এ বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শিবচরের হাতির বাগান মাঠে। ফাইনালে মাদারীপুর সদর উপজেলা ও রাজৈর উপজেলা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে রাজৈর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদারীপুর সদর উপজেলা।
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘আমরা শিবচরে স্পোর্টস সিটি করার চেষ্টা করছি। শেখ হাসিনা স্পোর্টস সিটি যদি আমাদের মাটিতে হয়, তাহলে দেশ-বিদেশ থেকে ছেলেমেয়েরা আমাদের এখানে খেলাধুলা করতে আসবে। ওই স্পোর্টস সিটির মধ্যে একটি অলিম্পিক ভিলেজও থাকবে। সেখানে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণ শেষে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘স্পোর্টস সিটি নির্মাণের জন্য মাদারীপুর জেলার শিবচর ও ফরিদপুরের সদরপুর মিলিয়ে প্রায় ৩ হাজার একর জমি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমরা এখানে স্পোর্টস সিটি করার চেষ্টা করছি। যদি পরীক্ষা-নিরীক্ষা করে সম্ভব হয়, তাহলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা এই স্পোর্টস সিটির কাজ শুরু করব।’
নূর-ই-আলম চৌধুরী আরও বলেন, ‘শিবচরে ইনডোর স্টেডিয়াম করা হচ্ছে, যেখানে ইনডোর গেমের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। দেশের প্রতিটি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী একটি করে শেখ রাসেল স্টেডিয়াম করে দিয়েছেন। খেলাধুলার জন্য আওয়ামী লীগ সরকার যে ব্যাপক কর্মসূচি নিয়েছে, তাতে আমাদের আগামী প্রজন্ম উপকৃত হবে। আমাদের দেশ ক্রিকেটে অনেক নাম করেছে। আমাদের মেয়েরাও অনেক সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে ফুটবলেও আমরা আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনব।’
এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পল্লব হাজরা।
উল্লেখ্য, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘মাদারীপুর উৎসব’-এ বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শিবচরের হাতির বাগান মাঠে। ফাইনালে মাদারীপুর সদর উপজেলা ও রাজৈর উপজেলা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে রাজৈর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদারীপুর সদর উপজেলা।
কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বেনাপোল কাস্টম হাউসে শনিবার কোনো কাজ হয়নি। এতে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি ও কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীক্ষণ ও লোড-আনলোড বন্ধ ছিল।
২২ মিনিট আগেরিমান্ডের আবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, আমানউল্লাহ চৌধুরী আওয়ামী লীগের অর্থের জোগানদাতা। এ ঘটনার মূল রহস্য উদঘাটন, কীভাবে, কোথায় আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের অর্থের জোগান দিয়েছিলেন, তা জানা এবং এই মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
২৫ মিনিট আগেনীলফামারীর নীলসাগর পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে কুমিল্লার দুই সাংবাদিক নিখোঁজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ এক সাংবাদিকের স্ত্রী। তবে সীমান্ত এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় তাঁদের আটকের কথা জানান নীলফামারীর পুলিশ সুপার।
৩৯ মিনিট আগেকর্মশালায় আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘সরকার আইএসপি থেকে ৬০ শতাংশ রাজস্ব নেয়। সেই জায়গা থেকে সাশ্রয়ে উচ্চগতির ইন্টারনেট পাওয়া সম্ভব নয়। তারপরও আমরা কম দামে ভালো ইন্টারনেট সেবা দিতে চাই। এ জন্য একটি ভালো নীতি দরকার।’
১ ঘণ্টা আগে