Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীতে ককশিটের ভেতরে মিলল মরদেহ

ঢামেক প্রতিনিধি
রাজধানীর যাত্রাবাড়ীতে ককশিটের ভেতরে মিলল মরদেহ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককশিটের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা সড়কে সবজির সবজির আড়তের পাশে ওভারব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহতের নাম—নুরুন্নবী (৩৮)। তাঁর বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। তিনি ঢাকার শনির আখড়া এলাকায় থাকতেন। 

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ডেমরা সড়কে অবস্থিত সবজি আড়তের পাশে, ওভার ব্রিজের নিচে একটি ককশিটের ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’ 

তিনি আরও বলেন, ‘নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে—তাঁকে হত্যা করে গুম করার জন্য ককশিটের ভেতরে ঢুকিয়ে ওই স্থানে ফেলে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত