নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হেফাজতে ইসলামের নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ও হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ দুপুরে দুই জনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে গত বুধবার রাজধানীর ডেমরা থেকে বিকেল ৪টায় মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে ও রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে বিরোধিতা করে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমকে ঘিরে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। ওই তাণ্ডবে সরাসরি নেতৃত্ব দেন মুফতি কাশেমী। ফয়সাল মাহমুদ হাবিবীও ওই ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উক্ত দুই আসামিসহ পলাতক আসামিরা রাজনৈতিক সহিংসতামূলক কর্মকান্ডে জড়িত। অপরাপর সহযোগী আসামিদের অবস্থান শনাক্ত, তাদের গ্রেপ্তার ও তাদের দলের সরকার বিরোধী কর্মকান্ডের তথ্য উৎঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
২০১৩ সালের এক মামলায় খালিদ সাইফুল্লাহ তিন দিনের রিমান্ডে
এদিকে হেফাজতের আরেক নেতা মুফতি খালিদ সাইফুল্লাহকে আরেক মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ২০১৩ সালে পল্টনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাঁকে। আজ আদালতে হাজির করে পল্টন থানায় দায়ের করা আরেকটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। মহানগর হাকিম মোহাম্মদ জসিম তিন দিন মঞ্জুর করেন।
ঢাকা: হেফাজতে ইসলামের নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী ও হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ দুপুরে দুই জনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে গত বুধবার রাজধানীর ডেমরা থেকে বিকেল ৪টায় মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে ও রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে বিরোধিতা করে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমকে ঘিরে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। ওই তাণ্ডবে সরাসরি নেতৃত্ব দেন মুফতি কাশেমী। ফয়সাল মাহমুদ হাবিবীও ওই ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উক্ত দুই আসামিসহ পলাতক আসামিরা রাজনৈতিক সহিংসতামূলক কর্মকান্ডে জড়িত। অপরাপর সহযোগী আসামিদের অবস্থান শনাক্ত, তাদের গ্রেপ্তার ও তাদের দলের সরকার বিরোধী কর্মকান্ডের তথ্য উৎঘাটনের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
২০১৩ সালের এক মামলায় খালিদ সাইফুল্লাহ তিন দিনের রিমান্ডে
এদিকে হেফাজতের আরেক নেতা মুফতি খালিদ সাইফুল্লাহকে আরেক মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ২০১৩ সালে পল্টনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাঁকে। আজ আদালতে হাজির করে পল্টন থানায় দায়ের করা আরেকটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। মহানগর হাকিম মোহাম্মদ জসিম তিন দিন মঞ্জুর করেন।
সৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
৭ মিনিট আগেসাত মাস আগে পারিবারিকভাবে এক সৌদিপ্রবাসীর সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে ভিডিও কলে বিয়ে হয়েছিল ২০ বছরের এক তরুণীর। সম্প্রতি দেশে ফিরেছেন সেই বর। তরুণীর পরিবার অভিযোগ করেছে, দেশে ফিরে বউ পছন্দ হয়নি বলে বেঁকে বসেন বর। পরে ঘরে তোলার শর্তে বর তাদের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। তরুণীর পরিবারের আরও
৩১ মিনিট আগেরাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ি থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি একনলা বন্দুক, ১০টি বুলেট সিসা কার্তুজ, তিন রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগাজিন ও ১৮টি অবিস্ফোরিত ককটেল রয়েছে।
১ ঘণ্টা আগে