গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনো তিন শিশু নিখোঁজ রয়েছে।
আজ রোববার সকালে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইজাজ উদ্দিন আহমেদ।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করি আমরা। তৃতীয় দিনের উদ্ধার অভিযানে সকাল ৮টার দিকে নদীর মোহনপুর এলাকা থেকে জান্নাতুল মারুয়া সাবিয়া নামে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আর সকাল ১০টার দিকে নদীর চর ঝাপটা এলাকা থেকে সাব্বির হোসেন নামে একজনের মরদেহ উদ্ধার হয়।’
উদ্ধারকৃতরা হলেন—সাব্বির হোসেন (৪০) ও জান্নাতুল মারুয়া সাবিয়া (৮)।
এখনো নিখোঁজ রয়েছে—গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদি গ্রামের মফিজুলের মেয়ে জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেরদৌস সাফাহ (৩) ও সাব্বির হোসেনের ছেলে ইমাদ হোসেন (২)।
এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সাব্বির হোসেন তাঁর ভায়রা ভাই এবং জান্নাতুল মারুয়া সাবিয়া তার বড়ভাই বোরহান উদ্দিনের মেয়ে। এ ঘটনায় এখনো ৩ শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের। নিখোঁজেরা সকলেই মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা। ট্রলারে ১১ জন যাত্রী ছিল। এর মধ্যে ৫ জনকে ঘটনার দিন শুক্রবার জীবিত করা উদ্ধার হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌ বাহিনীর ডুবুরি দল এবং নৌ-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় চালকসহ ১২ জন আরোহী নিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ছয়জন জীবিত উদ্ধার হলেও মা ও দুই মেয়েসহ নিখোঁজ ছিলেন ছয়জন। গতকাল শনিবার সকালে মফিজুল ইসলামের স্ত্রী সুমনা আক্তারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনো তিন শিশু নিখোঁজ রয়েছে।
আজ রোববার সকালে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইজাজ উদ্দিন আহমেদ।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করি আমরা। তৃতীয় দিনের উদ্ধার অভিযানে সকাল ৮টার দিকে নদীর মোহনপুর এলাকা থেকে জান্নাতুল মারুয়া সাবিয়া নামে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আর সকাল ১০টার দিকে নদীর চর ঝাপটা এলাকা থেকে সাব্বির হোসেন নামে একজনের মরদেহ উদ্ধার হয়।’
উদ্ধারকৃতরা হলেন—সাব্বির হোসেন (৪০) ও জান্নাতুল মারুয়া সাবিয়া (৮)।
এখনো নিখোঁজ রয়েছে—গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদি গ্রামের মফিজুলের মেয়ে জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেরদৌস সাফাহ (৩) ও সাব্বির হোসেনের ছেলে ইমাদ হোসেন (২)।
এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সাব্বির হোসেন তাঁর ভায়রা ভাই এবং জান্নাতুল মারুয়া সাবিয়া তার বড়ভাই বোরহান উদ্দিনের মেয়ে। এ ঘটনায় এখনো ৩ শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের। নিখোঁজেরা সকলেই মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা। ট্রলারে ১১ জন যাত্রী ছিল। এর মধ্যে ৫ জনকে ঘটনার দিন শুক্রবার জীবিত করা উদ্ধার হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌ বাহিনীর ডুবুরি দল এবং নৌ-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় চালকসহ ১২ জন আরোহী নিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ছয়জন জীবিত উদ্ধার হলেও মা ও দুই মেয়েসহ নিখোঁজ ছিলেন ছয়জন। গতকাল শনিবার সকালে মফিজুল ইসলামের স্ত্রী সুমনা আক্তারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৬ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৭ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৪৩ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
২ ঘণ্টা আগে