গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনো তিন শিশু নিখোঁজ রয়েছে।
আজ রোববার সকালে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইজাজ উদ্দিন আহমেদ।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করি আমরা। তৃতীয় দিনের উদ্ধার অভিযানে সকাল ৮টার দিকে নদীর মোহনপুর এলাকা থেকে জান্নাতুল মারুয়া সাবিয়া নামে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আর সকাল ১০টার দিকে নদীর চর ঝাপটা এলাকা থেকে সাব্বির হোসেন নামে একজনের মরদেহ উদ্ধার হয়।’
উদ্ধারকৃতরা হলেন—সাব্বির হোসেন (৪০) ও জান্নাতুল মারুয়া সাবিয়া (৮)।
এখনো নিখোঁজ রয়েছে—গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদি গ্রামের মফিজুলের মেয়ে জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেরদৌস সাফাহ (৩) ও সাব্বির হোসেনের ছেলে ইমাদ হোসেন (২)।
এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সাব্বির হোসেন তাঁর ভায়রা ভাই এবং জান্নাতুল মারুয়া সাবিয়া তার বড়ভাই বোরহান উদ্দিনের মেয়ে। এ ঘটনায় এখনো ৩ শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের। নিখোঁজেরা সকলেই মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা। ট্রলারে ১১ জন যাত্রী ছিল। এর মধ্যে ৫ জনকে ঘটনার দিন শুক্রবার জীবিত করা উদ্ধার হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌ বাহিনীর ডুবুরি দল এবং নৌ-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় চালকসহ ১২ জন আরোহী নিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ছয়জন জীবিত উদ্ধার হলেও মা ও দুই মেয়েসহ নিখোঁজ ছিলেন ছয়জন। গতকাল শনিবার সকালে মফিজুল ইসলামের স্ত্রী সুমনা আক্তারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ আরও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনো তিন শিশু নিখোঁজ রয়েছে।
আজ রোববার সকালে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইজাজ উদ্দিন আহমেদ।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করি আমরা। তৃতীয় দিনের উদ্ধার অভিযানে সকাল ৮টার দিকে নদীর মোহনপুর এলাকা থেকে জান্নাতুল মারুয়া সাবিয়া নামে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আর সকাল ১০টার দিকে নদীর চর ঝাপটা এলাকা থেকে সাব্বির হোসেন নামে একজনের মরদেহ উদ্ধার হয়।’
উদ্ধারকৃতরা হলেন—সাব্বির হোসেন (৪০) ও জান্নাতুল মারুয়া সাবিয়া (৮)।
এখনো নিখোঁজ রয়েছে—গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদি গ্রামের মফিজুলের মেয়ে জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেরদৌস সাফাহ (৩) ও সাব্বির হোসেনের ছেলে ইমাদ হোসেন (২)।
এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, সাব্বির হোসেন তাঁর ভায়রা ভাই এবং জান্নাতুল মারুয়া সাবিয়া তার বড়ভাই বোরহান উদ্দিনের মেয়ে। এ ঘটনায় এখনো ৩ শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের। নিখোঁজেরা সকলেই মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা। ট্রলারে ১১ জন যাত্রী ছিল। এর মধ্যে ৫ জনকে ঘটনার দিন শুক্রবার জীবিত করা উদ্ধার হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, নৌ বাহিনীর ডুবুরি দল এবং নৌ-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় চালকসহ ১২ জন আরোহী নিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ছয়জন জীবিত উদ্ধার হলেও মা ও দুই মেয়েসহ নিখোঁজ ছিলেন ছয়জন। গতকাল শনিবার সকালে মফিজুল ইসলামের স্ত্রী সুমনা আক্তারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়।
ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৪ মিনিট আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৯ মিনিট আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
১৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের পথশিশুরা ‘ড্যান্ডির’ (ড্যানড্রাইট অ্যাডহেসিভ তথা ড্যানড্রাইট নামের আঠা; যা মাদকসেবীদের কাছে ড্যান্ডি নামে পরিচিত) নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকার জোগান দিতে অনেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানা যায়।
২৯ মিনিট আগে