Ajker Patrika

ফরিদপুরে প্রতিমা ভাঙচুরে গ্রেপ্তার ব্যক্তি ভারতীয় নন: পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ফরিদপুরের ভাংগা উপজেলার একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন সেই ব্যক্তি ভারতের নাগরিক নন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। যদিও গতকাল সোমবার এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর পুলিশ সদর দপ্তর জানিয়েছিল, প্রতিমা ভাঙচুরের সঙ্গে সঞ্জিত বিশ্বাস (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের ভাংগা বাজারের হরি মন্দির ও কালি মন্দিরে প্রতিমা অজ্ঞাত ব্যক্তিরা ভাঙচুর করে। পরের দিন ১৫ সেপ্টেম্বর মন্দির সংলগ্ন এলাকা থেকে সঞ্জিত বিশ্বাস (৪৫) নামে এক ভবঘুরেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে থানায় নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। নিবিড় জিজ্ঞাসাবাদ কালে একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলেন তিনি। নাম সঞ্জিত বিশ্বাস বলে জানান। বাবা নিশিকান্ত বিশ্বাস। বাড়ি ভারতের নদীয়া। 

এই তথ্য জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে বিবৃতিও দেওয়া হয়। তবে সেই বিবৃতি থেকে সরে এসেছে পুলিশ। আজ বিবৃতিতে বলা হয়, সঞ্জিত বিশ্বাসের ছবি ও খবর গণমাধ্যমে প্রকাশের পর তাঁর বাবা নিশিকান্ত বিশ্বাস (৭২) ফরিদপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তি তাঁর ছেলে। তাঁর নাম সঞ্জিত বিশ্বাস। গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার নিজামকান্দী এলাকায়। সঞ্জিত মানসিকভাবে অসুস্থ। প্রায় ২৫ বছর বয়সে তিনি ভারতে যান। সেখানে অনেক দিন ছিলেন। প্রায় চার বছর আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তিনি প্রায়ই ভারতে যাতায়াত করতেন।

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত