Ajker Patrika

আগামী বছরই করোনার খাওয়ার ওষুধ আনছে ফাইজার

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৭: ০৩
Thumbnail image

ঢাকা: আগামী বছরই করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ বাজারে আনবে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা।

ফাইজার দুটি অ্যান্টিভাইরাল তৈরির চেষ্টা করছে জানিয়ে সাক্ষাৎকারে বোরলা বলেন, অ্যান্টিভাইরাল ওষুধ দুটির একটি ইনজেকশন এবং আরেকটি মুখে খাওয়ার জন্য। সব কিছু ঠিক থাকলে আশা করছি এই বছরের শেষনাগাদ বাজারে আনা যাবে।

ওই সাক্ষাৎকারের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম দ্য হিল জানিয়েছে, মুখে খাওয়ার ওষুধ এলে কোভিড চিকিৎসা আরো সহজ হবে। কারণ এখন যেমন কোনো অ্যান্টিভাইরাল ওষুধের ইনজেকশন নিতে হাসপাতালে যেতে হয়। খাওয়ার ওষুধের ক্ষেত্রে সে ঝামেলা নেই। ফলে রোগী ঘরে থেকেই চিকিৎসা নিতে পারবেন।

বিশ্বে কোভিডের একমাত্র অনুমোদিত অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির। যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন (এফডিএ) গত অক্টোবরে ওষুধটি ব্যবহারে পূর্ণ অনুমোদন দেয়। ওষুধটি তৈরি করে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি গিলিয়াড সায়েন্সেস।

বোরলার বলছেন, করোনাভাইরাসের একাধিক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই ওষুধ অনেক বেশি কার্যকর হবে। ওষুধটি নিয়ে গবেষণা চলছে। আশা করছি, গ্রীষ্মের মধ্যেই আমরা নতুন খবর জানাতে পারবো।

দ্য হিলের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নাগরিকদের মধ্যে এ পর্যন্ত ফাইজারের ১২ কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত