Ajker Patrika

লকডাউনের অষ্টম দিনে রাজধানীতে গ্রেপ্তার ১০৭৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লকডাউনের অষ্টম দিনে রাজধানীতে গ্রেপ্তার ১০৭৭

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঘরের বাইরে বের হওয়ায় ৮ম দিনে রাজধানীতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৭৭ জন। একই সঙ্গে মিথ্যা তথ্য দেওয়া ও মাস্ক ব্যবহার না করায় ৩১৮ জন ও প্রতিষ্ঠানকে ১৬ লাখ ৭৯০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, কঠোর বিধিনিষেধ অমান্য করে কোনো কারণ ছাড়াই বের হওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। কঠোর লকডাউনের ৮ম দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগে এসব আইনি ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

মিরপুর বিভাগের ডিসি আ স ম মাহতাব উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে চলাচলে কঠোর বিধিনিষেধের ৮ম দিনে মাঠে বস্থান করেছি আমরা। যারাই অকারণে বাসা থেকে বের হয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমে আটক এবং পরে এরমধ্যে থেকে যাচাই বাছাই করে গ্রেপ্তার দেখানো হচ্ছে।

র‍্যাবের পক্ষ জানানো হয়েছে ৮ম দিনে সারা দেশে ২১৭ জনকে জরিমানা করা হয়েছে। যার পরিমাণ ২ লাখ ১৮ হাজার ৭০০ টাকা। পুরো দেশে ১৯৫টি টহল এবং ২০০টি চেকপোস্ট ছিল তাদের।

রাজধানীতে লকডাউন অমান্য করে রাস্তায় বের হওয়ার অভিযোগে গত সাত দিনে ৪ হাজার ১৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ৩৫০ জনকে ৩ লাখ ৯৯ হাজার ৪৬০ টাকা জরিমানা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত