Ajker Patrika

রাজধানীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মই পড়ে ফেরিওয়ালার নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মই পড়ে ফেরিওয়ালার নিহত

রাজধানীর মগবাজারে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মই পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর কারণ দেখিয়ে নিহতের বোন বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন। 

আজ বুধবার সকালে মগবাজার রেলক্রসিংয়ের পাশে দিলু রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম—মতিউর রহমান (৫০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন। 
 
তিনি বলেন, বুধবার সকালে ওই এলাকায় মালামাল ফেরি করছিলেন মতিউর। দিলু রোড এলাকা দিয়ে যাওয়ার সময় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মই মাথায় পড়ে মতিউর আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাতে ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, পুরোদমে চলছে নির্মাণকাজ। তার নিচ দিয়েই কেউ কেউ চলাচল করছেন। মগবাজার রেলক্রসিংয়ের পাশের ফুটপাত ঘেঁষেই এক্সপ্রেসওয়ের একটি পিলারের নির্মাণকাজ চলছে। চলাচল করা ফুটপাতের ওপরে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো সময় ওপর থেকে কোনো নির্মাণ সামগ্রী পড়লে ঘটতে পারে দুর্ঘটনা। 

ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় এক দোকানি আজকের পত্রিকাকে বলেন, এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে মানুষ চলাচল করে। সকালে এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাওয়ার সময় মই পড়ে একজন মারা গেছে। 

স্থানীয় দোকানিরা জানান, ফুটপাতের ওপর কোনো নিরাপত্তা ব্যবস্থা না করেই নির্মাণকাজ চলছে। তার নিচ দিয়ে ঝুঁকি নিয়েই মানুষ চলাচল করে। অনেকে আবার রেললাইনের পাশ দিয়ে নির্মাণকাজ চলা এক্সপ্রেসওয়ের নিচ দিয়েও চলাচল করে। এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত