Ajker Patrika

নড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

প্রতিনিধি
নড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

নড়িয়া (শরীয়তপুর): শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে নড়িয়া থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা রাজনগর বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মৃতরা হলেন, বায়েজিদ ও অভি। দুজনই ডগ্রী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী। তাঁরা রাজনগর কাজী কান্দি এলাকার দেলোয়ার শিকদার ও সোলাইমান আকনের ছেলে।

একজন নিহতের ফুফাতো ভাই নাসির উদ্দিন জানান, শুক্রবার ইফতারের পর বায়েজিদ তাঁর বন্ধু অভিকে নিয়ে নড়িয়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর বেইলী ব্রিজ এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত