Ajker Patrika

রাজধানীতে বিলাসবহুল গাড়ি থেকে বস্তাভর্তি টাকা উদ্ধার করল শিক্ষার্থীরা, আটক ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২৩: ০৮
Thumbnail image

রাজধানীর উত্তরায় মহাসড়কে শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের তল্লাশিকালে একটি প্রাডো গাড়ি থেকে টাকার বস্তা উদ্ধার করা হয়েছে। একটি ৫০ কেজির পাটের বস্তা ভর্তি টাকা রয়েছে। গাড়ি থেকে দুজন আরোহীকে আটকও করা হয়। পরে তাঁদের টাকাসহ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। 

গাজীপুর–ঢাকা মহাসড়কের উত্তরার হাউজবিল্ডিং এলাকায় আজ বুধবার বিকেল ৪টার দিকে তাঁদের আটক করা হয়। পরে উত্তরা এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের হাতে দুজনকে টাকার বস্তা ও গাড়িসহ তুলে দেওয়া হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ ১৫–১৫৮১। গাড়িটিতে জাতীয় ক্রীড়া পরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্টিকার দেখা গেছে।

উত্তরা এলাকার একজন ব্যবসায়ী নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হেঁটে মহাসড়ক পার হচ্ছিলাম। ওই সময় একটি গাড়ি আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। তখন ছাত্ররা তল্লাশি চালিয়ে ভেতরে থাকা দুই জনকে টাকার বস্তাসহ ধরে ফেলে। এর মধ্যে চালক দৌড়ে পালিয়ে যায়। পরে তারা সেটি সেনাবাহিনীর হাতে তুলে দেয়।’ 

হাউজবিল্ডিং এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক ছাত্র ও কাতার বিশ্ববিদ্যালয় পড়ুয়া আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িটি দেখেই আমাদের সন্দেহ হয়। পরে আমরা ছাত্ররা তল্লাশি করে গাড়ির ভেতর বস্তা দেখতে পাই। সেটি খুলে দেখি টাকায় ভরা!’ 

টাকাসহ দুজনকে আটক করা হয়। ছবি: স্ক্রিনশটতিনি বলেন, ‘গাড়িটি ছিল সরকারি প্রাডো গাড়ি। গাড়িতে ওগুলো কিসের টাকা, সেটি জানতে চাইলে গাড়িতে থাকা দুই জনের কেউ–ই সদুত্তর দিতে পারেননি। পরে আমরা টাকার বস্তা ও গাড়িসহ দুজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেই।’ 

গাড়িটি কার ও কত টাকা ছিল জানতে চাইলে আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘জানতে পেরেছি গাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বস্তার ভেতর দেড় কোটি টাকা ছিল।’ 

উত্তরা এলাকায় দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্ররা আমাদের টাকার বস্তাসহ একটি গাড়ি ও দুইজনকে বুঝিয়ে দিয়েছে। আমরা ওই দুই ব্যক্তিকে টাকাসহ সেনা সদর দপ্তরে পাঠিয়ে দিয়েছি।’ 

জব্দ করা গাড়ি। ছবি: সংগৃহীতএক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখন বিস্তারিত কিছুই বলতে পারব না। সেনা সদর দপ্তর থেকে আপনাদের বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’ 

রাত ৯টা পর্যন্ত আটক হওয়া দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ছাড়া গাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত