উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মহাসড়কে শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের তল্লাশিকালে একটি প্রাডো গাড়ি থেকে টাকার বস্তা উদ্ধার করা হয়েছে। একটি ৫০ কেজির পাটের বস্তা ভর্তি টাকা রয়েছে। গাড়ি থেকে দুজন আরোহীকে আটকও করা হয়। পরে তাঁদের টাকাসহ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
গাজীপুর–ঢাকা মহাসড়কের উত্তরার হাউজবিল্ডিং এলাকায় আজ বুধবার বিকেল ৪টার দিকে তাঁদের আটক করা হয়। পরে উত্তরা এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের হাতে দুজনকে টাকার বস্তা ও গাড়িসহ তুলে দেওয়া হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ ১৫–১৫৮১। গাড়িটিতে জাতীয় ক্রীড়া পরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্টিকার দেখা গেছে।
উত্তরা এলাকার একজন ব্যবসায়ী নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হেঁটে মহাসড়ক পার হচ্ছিলাম। ওই সময় একটি গাড়ি আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। তখন ছাত্ররা তল্লাশি চালিয়ে ভেতরে থাকা দুই জনকে টাকার বস্তাসহ ধরে ফেলে। এর মধ্যে চালক দৌড়ে পালিয়ে যায়। পরে তারা সেটি সেনাবাহিনীর হাতে তুলে দেয়।’
হাউজবিল্ডিং এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক ছাত্র ও কাতার বিশ্ববিদ্যালয় পড়ুয়া আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িটি দেখেই আমাদের সন্দেহ হয়। পরে আমরা ছাত্ররা তল্লাশি করে গাড়ির ভেতর বস্তা দেখতে পাই। সেটি খুলে দেখি টাকায় ভরা!’
তিনি বলেন, ‘গাড়িটি ছিল সরকারি প্রাডো গাড়ি। গাড়িতে ওগুলো কিসের টাকা, সেটি জানতে চাইলে গাড়িতে থাকা দুই জনের কেউ–ই সদুত্তর দিতে পারেননি। পরে আমরা টাকার বস্তা ও গাড়িসহ দুজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেই।’
গাড়িটি কার ও কত টাকা ছিল জানতে চাইলে আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘জানতে পেরেছি গাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বস্তার ভেতর দেড় কোটি টাকা ছিল।’
উত্তরা এলাকায় দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্ররা আমাদের টাকার বস্তাসহ একটি গাড়ি ও দুইজনকে বুঝিয়ে দিয়েছে। আমরা ওই দুই ব্যক্তিকে টাকাসহ সেনা সদর দপ্তরে পাঠিয়ে দিয়েছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখন বিস্তারিত কিছুই বলতে পারব না। সেনা সদর দপ্তর থেকে আপনাদের বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’
রাত ৯টা পর্যন্ত আটক হওয়া দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ছাড়া গাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
রাজধানীর উত্তরায় মহাসড়কে শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের তল্লাশিকালে একটি প্রাডো গাড়ি থেকে টাকার বস্তা উদ্ধার করা হয়েছে। একটি ৫০ কেজির পাটের বস্তা ভর্তি টাকা রয়েছে। গাড়ি থেকে দুজন আরোহীকে আটকও করা হয়। পরে তাঁদের টাকাসহ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
গাজীপুর–ঢাকা মহাসড়কের উত্তরার হাউজবিল্ডিং এলাকায় আজ বুধবার বিকেল ৪টার দিকে তাঁদের আটক করা হয়। পরে উত্তরা এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের হাতে দুজনকে টাকার বস্তা ও গাড়িসহ তুলে দেওয়া হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ঘ ১৫–১৫৮১। গাড়িটিতে জাতীয় ক্রীড়া পরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্টিকার দেখা গেছে।
উত্তরা এলাকার একজন ব্যবসায়ী নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হেঁটে মহাসড়ক পার হচ্ছিলাম। ওই সময় একটি গাড়ি আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। তখন ছাত্ররা তল্লাশি চালিয়ে ভেতরে থাকা দুই জনকে টাকার বস্তাসহ ধরে ফেলে। এর মধ্যে চালক দৌড়ে পালিয়ে যায়। পরে তারা সেটি সেনাবাহিনীর হাতে তুলে দেয়।’
হাউজবিল্ডিং এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক ছাত্র ও কাতার বিশ্ববিদ্যালয় পড়ুয়া আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়িটি দেখেই আমাদের সন্দেহ হয়। পরে আমরা ছাত্ররা তল্লাশি করে গাড়ির ভেতর বস্তা দেখতে পাই। সেটি খুলে দেখি টাকায় ভরা!’
তিনি বলেন, ‘গাড়িটি ছিল সরকারি প্রাডো গাড়ি। গাড়িতে ওগুলো কিসের টাকা, সেটি জানতে চাইলে গাড়িতে থাকা দুই জনের কেউ–ই সদুত্তর দিতে পারেননি। পরে আমরা টাকার বস্তা ও গাড়িসহ দুজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেই।’
গাড়িটি কার ও কত টাকা ছিল জানতে চাইলে আব্দুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘জানতে পেরেছি গাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বস্তার ভেতর দেড় কোটি টাকা ছিল।’
উত্তরা এলাকায় দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্ররা আমাদের টাকার বস্তাসহ একটি গাড়ি ও দুইজনকে বুঝিয়ে দিয়েছে। আমরা ওই দুই ব্যক্তিকে টাকাসহ সেনা সদর দপ্তরে পাঠিয়ে দিয়েছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখন বিস্তারিত কিছুই বলতে পারব না। সেনা সদর দপ্তর থেকে আপনাদের বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’
রাত ৯টা পর্যন্ত আটক হওয়া দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ছাড়া গাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিনা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশের সময় আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে উত্তরাঞ্চলের (ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ) একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
১১ মিনিট আগেবিমান দুর্ঘটনায় নিহত রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করেছে নীলফামারী জেলা প্রশাসন। আজ বুধবার (২৩ জুলাই) সকালে জেলার জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়াস্থ পারববারিক কবরস্থানে যান প্রশাসনের কর্মকর্তারা।
১৭ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে এক পোশাক শ্রমিক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল মঙ্গলবার নান্দাইল মডেল থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার।
২৬ মিনিট আগেরাজধানীর গুলিস্তান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে দুটি ককটেলসহ গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।
১ ঘণ্টা আগে