Ajker Patrika

প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডে পদায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৮: ৫১
প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডে পদায়নের দাবি

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে পদায়নের দাবি জানিয়েছে ‘প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ’। এ ছাড়া দশম গ্রেডে পদায়নের যৌক্তিকতা ও ন্যায্যতা তুলে ধরে প্রস্তাবনা প্রণয়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে শিক্ষকদের সংগঠনটি।

তাদের দাবি, এইচএসসি সমমানের যোগ্যতায়ও বিভিন্ন সেক্টরে ১০ম গ্রেডে বেতন পেলে স্নাতক পাসের প্রাথমিকের সহকারী শিক্ষকেরা কেন তা পাবেন না? 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি তুলে ধরেন তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত প্রস্তাবনা পাঠ করেন পরিষদের সমন্বয়ক মুহাম্মদ মাহবুবুর রহমান। 

সংবাদ সম্মেলনে ১০ম গ্রেডের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়, প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান (দ্বিতীয় বিভাগ)। অথচ বেতন গ্রেড ১৩তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন ১০ম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক পাসে বেতন পাচ্ছেন ১০ম ও ৯ম গ্রেডে। 

এ ছাড়া একই কারিকুলাম, একই সিলেবাস ও একই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা একই বিভাগের পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে স্নাতক (দ্বিতীয় শ্রেণি) ও দেড় বছরের ডিপ্লোমা ইন এডুকেশন (ডিইনএড) যোগ্যতায় বেতন গ্রেড ১০ম। 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রাথমিক সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (দ্বিতীয় বিভাগ) সমমান হলেও ১০ম গ্রেড পেতে শুধু আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা রয়েছে। প্রাথমিক শিক্ষকেরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করেন। লেখাপড়া শেষ করে মহৎ পেশায় নতুন নিয়োগ পাওয়া একজন শিক্ষক ১৩তম গ্রেডে ১১ হাজার টাকা বেতন স্কেলে বিভিন্ন সুবিধাসহ মোট ১৭ হাজার ৬৫০ টাকা পান। মাসিক এই বেতনে পরিবারের সার্বিক ব্যয়ভার বহন করা সম্ভব হয় না। এ জন্য অনেকে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও কষ্টে জীবন অতিবাহিত করছেন। 

সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের নেতারা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকেরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত