Ajker Patrika

জবিতে আধা ঘণ্টা দেরিতে এসেও ভর্তিপরীক্ষার সুযোগ পেলেন ১২ জন

জবি প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৫২
দেরিতে আসা পরীক্ষার্থীদের মেডিকেল সেন্টারে বসানো হয়। ছবি: আজকের পত্রিকা
দেরিতে আসা পরীক্ষার্থীদের মেডিকেল সেন্টারে বসানো হয়। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আধা ঘণ্টা দেরি করে এসেও পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন ১২ জন পরীক্ষার্থী।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। দেরি করে আসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ওয়ার্ড রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয় দুপুর ১টায়। ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ১২ জন ভর্তিচ্ছু কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক তাঁদের প্রশ্নপত্র ও ওএমআর শিট সরবরাহ করে মেডিকেল সেন্টারে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, ‘আমাদের নির্দেশনা ছিল পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পর্যন্ত কেন্দ্রে শিক্ষার্থী প্রবেশ করতে পারবে। কিন্তু ২০ মিনিটের পরও কিছু শিক্ষার্থী প্রবেশ করেছে। এখন তাদের বিশেষ বিবেচনায় মেডিকেল সেন্টারের ওয়ার্ডে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

এদিকে দেরি করে আসা পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন বলেন, ‘যারা দেরি করে প্রবেশ করেছে তাদের খাতা মূল্যায়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপাচার্যের সঙ্গে বৈঠক চলছে। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্ত করা নিয়ে আমি কেন মাথা ঘামাব: ট্রাম্প

বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং কেলেঙ্কারি, গ্রেপ্তার তিন

রাজশাহীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, নারী নিহত

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প

স্টারলিংকের ইন্টারনেট সেবার মূল্য ও মান নিয়ে গণশুনানির দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত