গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।
মঙ্গলবার দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদী থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ এলাকার জেলে ইসহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে ইসহাক হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারসংলগ্ন আনোয়ার খাঁ মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৫০ টাকা দিয়ে কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, কাতল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার কাশেমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে তিনি জানান।
জেলে ইসহাক হালদার বলেন, ‘আমরা মঙ্গলবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে।’ মাছটির ভালো দামও পেয়েছে বলে তিনি জানান।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, মিঠাপানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝেমধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।
মঙ্গলবার দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদী থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ এলাকার জেলে ইসহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে ইসহাক হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারসংলগ্ন আনোয়ার খাঁ মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৫০ টাকা দিয়ে কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, কাতল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার কাশেমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে তিনি জানান।
জেলে ইসহাক হালদার বলেন, ‘আমরা মঙ্গলবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে।’ মাছটির ভালো দামও পেয়েছে বলে তিনি জানান।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, মিঠাপানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝেমধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।
বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে পুষ্টিহীনতার চিত্র এখনো উদ্বেগজনক। দেশে প্রায় ৩০ দশমিক ৭ শতাংশ শিশু খর্বাকৃতির, ৮ দশমিক ৪ শতাংশ অপুষ্টিজনিত ক্ষয়রোগে (ওয়েস্টিং) এবং ২১ দশমিক ৮ শতাংশ শিশু ওজনস্বল্পতায় ভুগছে। খর্বাকৃতি ও ওজনস্বল্পতার হার শহর ও গ্রামাঞ্চলের শিশুদের মধ্যে উল্লেখযোগ্যভাবে
১৫ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার (খণ্ডকালীন) মাহমুদ আল জামানের বিরুদ্ধে রেজিস্ট্রার শাখার এক কর্মকর্তাকে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ওই কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের তদন্ত
৩৫ মিনিট আগেময়মনসিংহের মুক্তাগাছায় ডিশ ব্যবসা ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে মো. ফাহিম (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় ছাত্রদল নেতা সজীব হাসানসহ তিন নেতা-কর্মী আসামি হয়েছেন। এ ঘটনায় সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
৩৬ মিনিট আগেযশোরের চৌগাছায় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১৩ দিন পর থানায় মামলা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভুক্তভোগী ওই নারী চৌগাছা থানায় মামলা করেছেন। ১ আগস্ট দুপুরে চৌগাছা উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে।
৩৭ মিনিট আগে