Ajker Patrika

জেলের জালে ধরা পড়ল ১৭ কেজির কাতল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১: ৪৯
জেলের জালে ধরা পড়ল ১৭ কেজির কাতল

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।

মঙ্গলবার দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদী থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ এলাকার জেলে ইসহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

জেলে ইসহাক হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারসংলগ্ন আনোয়ার খাঁ মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৫০ টাকা দিয়ে কিনে নেন। 

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, কাতল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার কাশেমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে তিনি জানান। 

জেলে ইসহাক হালদার বলেন, ‘আমরা মঙ্গলবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে।’ মাছটির ভালো দামও পেয়েছে বলে তিনি জানান। 

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, মিঠাপানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝেমধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত