সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়িতে হামলা চালানোর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ২টার দিকে তাঁর মিজমিজি পশ্চিমপাড়ার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকাবাল হোসেন বলেন, ‘গতকাল মধ্যরাতে একদল আওয়ামী সন্ত্রাসী হোন্ডা বাহিনী এসে আমার বাড়িতে হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা আমার বাড়িতে ভাঙচুর এবং বাড়ির গেটে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এমন অবস্থায় আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। আমাদের এলাকার স্বেচ্ছাসেবক লীগের শফিকের ছেলেসহ তার বাহিনী এ হামলা চালিয়েছে।’
হামলার বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক মোবাইল ফোনে বলেন, ‘ইকাবাল তার রাজনৈতিক ফায়দার জন্য আমার বিরুদ্ধে এমন কথা বলছে। আমার সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তার বিরোধ ছিল। ওইটাকে পুঁজি হিসেবে কাজে লাগাচ্ছে সে।’
তার ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগের বিষয়ে এই স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেন, ‘আমার ছেলে এমন কিছুই করেনি। এটা মিথ্যা।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়িতে হামলা চালানোর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ২টার দিকে তাঁর মিজমিজি পশ্চিমপাড়ার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকাবাল হোসেন বলেন, ‘গতকাল মধ্যরাতে একদল আওয়ামী সন্ত্রাসী হোন্ডা বাহিনী এসে আমার বাড়িতে হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা আমার বাড়িতে ভাঙচুর এবং বাড়ির গেটে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এমন অবস্থায় আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। আমাদের এলাকার স্বেচ্ছাসেবক লীগের শফিকের ছেলেসহ তার বাহিনী এ হামলা চালিয়েছে।’
হামলার বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক মোবাইল ফোনে বলেন, ‘ইকাবাল তার রাজনৈতিক ফায়দার জন্য আমার বিরুদ্ধে এমন কথা বলছে। আমার সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তার বিরোধ ছিল। ওইটাকে পুঁজি হিসেবে কাজে লাগাচ্ছে সে।’
তার ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগের বিষয়ে এই স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেন, ‘আমার ছেলে এমন কিছুই করেনি। এটা মিথ্যা।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।’
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
২ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
১০ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
১২ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
১৮ মিনিট আগে