Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে মধ্য রাতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০১: ৩৯
সিদ্ধিরগঞ্জে মধ্য রাতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়িতে হামলা চালানোর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ২টার দিকে তাঁর মিজমিজি পশ্চিমপাড়ার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকাবাল হোসেন বলেন, ‘গতকাল মধ্যরাতে একদল আওয়ামী সন্ত্রাসী হোন্ডা বাহিনী এসে আমার বাড়িতে হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তারা আমার বাড়িতে ভাঙচুর এবং বাড়ির গেটে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এমন অবস্থায় আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। আমাদের এলাকার স্বেচ্ছাসেবক লীগের শফিকের ছেলেসহ তার বাহিনী এ হামলা চালিয়েছে।’ 

হামলার বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক মোবাইল ফোনে বলেন, ‘ইকাবাল তার রাজনৈতিক ফায়দার জন্য আমার বিরুদ্ধে এমন কথা বলছে। আমার সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তার বিরোধ ছিল। ওইটাকে পুঁজি হিসেবে কাজে লাগাচ্ছে সে।’ 

তার ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগের বিষয়ে এই স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেন, ‘আমার ছেলে এমন কিছুই করেনি। এটা মিথ্যা।’ 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত