Ajker Patrika

জল্লাদ শাহজাহান ৩২ বছর কারাভোগের পর মুক্ত হয়ে করলেন বিয়ে, আবার জড়ালেন মামলায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০১: ২২
জল্লাদ শাহজাহান ৩২ বছর কারাভোগের পর মুক্ত হয়ে করলেন বিয়ে, আবার জড়ালেন মামলায়

বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন। 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। 

জল্লাদ শাহজাহান ভূঁইয়ার আইনজীবী ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলায় অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন শাহজাহানের শাশুড়ি শাহিনুর বেগম এবং তাঁদের পরিচিত দীন ইসলাম, আজীদা বেগম রাসেল ও বাবলু। 

মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘ ৩২ বছর কারাভোগ করার পর গত বছর ১৮ জুন মুক্তি পান শাহজাহান। তাঁর আপনজন বলতে কেউ না থাকায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার রোড তালতলা বায়তুল নূর জামে মসজিদের পেছনে যান। সেখানে অনেকেই তাঁকে আপন করে নেন। 

তাঁর স্ত্রী, শাশুড়ি এবং অন্য যাঁদের আসামি করেছেন তাঁরা ওই সময় শাহজাহানের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। একসময় তাঁরা সবাই মিলে সাথী আক্তারের সঙ্গে শাহজাহানের বিয়ে ঠিক করেন। তখন জল্লাদ শাহজাহানকে ১০ লাখ টাকা স্ত্রীকে দিতে বাধ্য করা হয়।

গত বছর ২১ ডিসেম্বর শাহজাহান সাথী আক্তারকে বিয়ে করেন। তখনো আরও ৩ লাখ টাকার বেশি সোনার গয়না ও অন্যান্য জিনিসপত্র স্ত্রীকে দেন। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী শাহজাহানের প্রতি দুর্ব্যবহার শুরু করেন।

শাহজাহানের টাকাগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যেই আসামিরা সঙ্ঘবদ্ধভাবে শাহজাহানের সঙ্গে সাথী আক্তারকে বিয়ে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। 

তাই পরে সাথী আক্তার শাহজাহানকে জানিয়ে দেন, তিনি আর ঘর–সংসার করবেন না। এ কারণে শাহজাহান মামলা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। 

জানা গেছে, ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে মোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। অনেকগুলো মামলায় সাজা হয় ১৪৩ বছরের কারাদণ্ড। সাজার মেয়াদ কমানোর জন্য কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে চার দেয়ালের বন্দিজীবন থেকে মুক্তি পান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত