Ajker Patrika

আদালতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২২: ০৭
Thumbnail image

মামলায় হাজিরা দেওয়া হলো না বৃদ্ধ আলিল বিশ্বাসের (৭০)। আজ মঙ্গলবার আদালতে যাওয়ার পথে মোটরসাইকেলের চাপায় তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া মাঝবাড়ি সড়কের বাসস্ট্যান্ড এলাকায়। তিনি উপজেলার বর্ষাপাড়া গ্রামের মৃত জোনাব আলী বিশ্বাসের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী কোব্বাত বিশ্বাসের সঙ্গে আলিল বিশ্বাসের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। আজ (মঙ্গলবার) মামলার হাজিরা দিতে সকালে বাড়ি থেকে আদালতে যাওয়ার পথে মাঝবাড়ি এলাকায় মোটরসাইকেলের চাপায় আহত হন আলিল বিশ্বাস। পরে তাঁকে দ্রুত কোটালীপাড়া হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মৃতের পরিবার ভবিষ্যতে কোনো মামলা না করার মুচলেকা দিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত