নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বড় মেয়ে জেসমিন মালিকাকে জাপানে রেখে আবার বাংলাদেশে আইনি লড়াইয়ে ফিরেছেন জাপানি নাগরিক এরিকো নাকানো। আজ বুধবার দুপুরে তিনি বাংলাদেশে ফেরেন। আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি উপস্থিত হবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী শিশির মনির।
এর আগে বড় মেয়েকে নিয়ে এরিকো নাকানোর বাংলাদেশ ছেড়ে জাপান চলে যাওয়ার ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন শিশুর বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ। এই আবেদনটি আপিল বিভাগে আগামীকালের কার্যতালিকার ৩২ নম্বরে শুনানির জন্য এসেছে।
এরিকো নাকানো–ইমরান শরীফ দম্পতির বড় ও মেজ মেয়ের হেফাজত নিয়ে বিচারিক আদালতের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে শিশুদের বাবার করা এক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ১৩ ফেব্রুয়ারি উচ্চ আদালত রায় দেন। রায়ে বলা হয়, ব্যতিক্রম পরিস্থিতি বিবেচনায় প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মেজ মেয়েটি তাঁর বাবা ইমরান শরীফের হেফাজতে থাকবে। আর বড় মেয়ে মায়ের হেফাজতে থাকবে।
তবে মেজ সন্তানকে বাবার কাছে রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন এরিকো। এই আবেদন চেম্বার আদালত হয়ে গত ১১ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। সেদিন আদালত আবেদনটির শুনানি ২১ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন। এই সময়ের মধ্যে তাঁকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়। এরিকো ইতিমধ্যে নিয়মিত লিভ টু আপিল করেছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আদালতের নথি অনুযায়ী, এরিকো নাকানো ও ইমরান শরীফ ২০০৮ সালে বিয়ে করেন। তাঁদের তিন মেয়ে। ২০২১ সালের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। একই বছরের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে (বড় ও মেজ) নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান। দুই মেয়েকে ফিরে পেতে ২০২১ সালে ঢাকায় আসেন এরিকো। এরপর তিনি আইনি লড়াই শুরু করেন।
বড় মেয়ে জেসমিন মালিকাকে জাপানে রেখে আবার বাংলাদেশে আইনি লড়াইয়ে ফিরেছেন জাপানি নাগরিক এরিকো নাকানো। আজ বুধবার দুপুরে তিনি বাংলাদেশে ফেরেন। আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি উপস্থিত হবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী শিশির মনির।
এর আগে বড় মেয়েকে নিয়ে এরিকো নাকানোর বাংলাদেশ ছেড়ে জাপান চলে যাওয়ার ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন শিশুর বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ। এই আবেদনটি আপিল বিভাগে আগামীকালের কার্যতালিকার ৩২ নম্বরে শুনানির জন্য এসেছে।
এরিকো নাকানো–ইমরান শরীফ দম্পতির বড় ও মেজ মেয়ের হেফাজত নিয়ে বিচারিক আদালতের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে শিশুদের বাবার করা এক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ১৩ ফেব্রুয়ারি উচ্চ আদালত রায় দেন। রায়ে বলা হয়, ব্যতিক্রম পরিস্থিতি বিবেচনায় প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মেজ মেয়েটি তাঁর বাবা ইমরান শরীফের হেফাজতে থাকবে। আর বড় মেয়ে মায়ের হেফাজতে থাকবে।
তবে মেজ সন্তানকে বাবার কাছে রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন এরিকো। এই আবেদন চেম্বার আদালত হয়ে গত ১১ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। সেদিন আদালত আবেদনটির শুনানি ২১ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন। এই সময়ের মধ্যে তাঁকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়। এরিকো ইতিমধ্যে নিয়মিত লিভ টু আপিল করেছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আদালতের নথি অনুযায়ী, এরিকো নাকানো ও ইমরান শরীফ ২০০৮ সালে বিয়ে করেন। তাঁদের তিন মেয়ে। ২০২১ সালের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। একই বছরের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে (বড় ও মেজ) নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান। দুই মেয়েকে ফিরে পেতে ২০২১ সালে ঢাকায় আসেন এরিকো। এরপর তিনি আইনি লড়াই শুরু করেন।
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার পুলিশ রাতে টহলরত অবস্থায় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সাদুল্লাপুর পাগলার মাজারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।
১৮ মিনিট আগেসাংবাদিক দম্পতি হত্যা মামলায় সাগর-রুনির বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২ মার্চ) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
২১ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাঁদের আটক করা হয়।
৩১ মিনিট আগেরাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে তারা
৩৩ মিনিট আগে