অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে গত কয়েক দিন ধরে ছিনতাই ও কিশোর গ্যাং চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। হঠাৎ করে এলাকায় ছিনতাই ও নানা অপরাধ বেড়ে গেলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে দাবি এলাকাবাসীর। ফলে মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করে থানার সামনে যান তাঁরা।
এ সময় মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেন বিক্ষুব্ধরা। অন্যথায় পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক ঘুরে থানার সামনে গিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করে স্থানীয়রা।
ইশতিয়াক সজীব নামের এক বাসিন্দা বলেন, গত কয়েক দিন ধরে মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নড়বড়ে হয়ে পড়েছে। অলিতে গলিতে দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, পাড়া মহল্লায় কিশোর গ্যাং সদস্যরা দিনের আলোতেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটছে।
আরেক বাসিন্দা ইসমাইল পাটওয়ারী বলেন, কিশোর গ্যাং, ছিনতাই প্রতিরোধে পাড়া মহল্লায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ থানায় থাকার পরও একের পর এক ঘটনা ঘটছে। কেউ ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলে পুলিশ কোনো সহায়তা করে না। প্রায়ই পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখা যায়। তাই মোহাম্মদপুর থানার ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।
স্থানীয়রা জানান, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ প্রতিনিয়ত বেড়েই চলছে। পুরো মোহাম্মদপুর এলাকায় এমন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কেউ ছিনতাই এবং কিশোর গ্যাং হামলার শিকার হওয়ার পরও পুলিশের ভূমিকা নীরব। যার ফলে মোহাম্মদপুর থানার ওসিকে দ্রুত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করার আল্টিমেটাম বেঁধে দেয়। এর মধ্যে অপসারণ করা না হলে পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ওসির অপসারণের আল্টিমেটাম দিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করেন স্থানীয়রা।
রাজধানীর মোহাম্মদপুরে গত কয়েক দিন ধরে ছিনতাই ও কিশোর গ্যাং চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। হঠাৎ করে এলাকায় ছিনতাই ও নানা অপরাধ বেড়ে গেলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে দাবি এলাকাবাসীর। ফলে মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করে থানার সামনে যান তাঁরা।
এ সময় মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেন বিক্ষুব্ধরা। অন্যথায় পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক ঘুরে থানার সামনে গিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করে স্থানীয়রা।
ইশতিয়াক সজীব নামের এক বাসিন্দা বলেন, গত কয়েক দিন ধরে মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নড়বড়ে হয়ে পড়েছে। অলিতে গলিতে দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, পাড়া মহল্লায় কিশোর গ্যাং সদস্যরা দিনের আলোতেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটছে।
আরেক বাসিন্দা ইসমাইল পাটওয়ারী বলেন, কিশোর গ্যাং, ছিনতাই প্রতিরোধে পাড়া মহল্লায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ থানায় থাকার পরও একের পর এক ঘটনা ঘটছে। কেউ ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলে পুলিশ কোনো সহায়তা করে না। প্রায়ই পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখা যায়। তাই মোহাম্মদপুর থানার ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।
স্থানীয়রা জানান, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ প্রতিনিয়ত বেড়েই চলছে। পুরো মোহাম্মদপুর এলাকায় এমন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কেউ ছিনতাই এবং কিশোর গ্যাং হামলার শিকার হওয়ার পরও পুলিশের ভূমিকা নীরব। যার ফলে মোহাম্মদপুর থানার ওসিকে দ্রুত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করার আল্টিমেটাম বেঁধে দেয়। এর মধ্যে অপসারণ করা না হলে পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ওসির অপসারণের আল্টিমেটাম দিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করেন স্থানীয়রা।
চাটমোহরে বাঙালা বহুমুখী স্কুলের শ্রেণিকক্ষ থেকে সাইদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার লাশটি উদ্ধার করা হয়।
২১ মিনিট আগেমনিরামপুরে টিসিবির পণ্যের দাবিতে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মনিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে হাজারো মানুষ সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।
২৪ মিনিট আগেদ্রব্যমূল্যের বাজারে সাধারণ মানুষের কথা চিন্তা করে এবারও রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের জেসি এগ্রো ফার্ম। এবার রমজানের ৩০ দিনে তিন টন দুধ বিক্রি করবে ফার্মটি।
২৭ মিনিট আগেসোমবার বেলা ১১টা। রাজধানীর সচিবালয়ের পাশের আব্দুল গণি রোডে দাঁড়ানো প্রাণিসম্পদ অধিদপ্তর ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের গাড়ি। সুলভ মূল্যে মাংস, দুধ, ডিম কিনতে কাউন্টারে ক্রেতাদের লাইন। তখন গাড়ি থেকে এক বিক্রয়কর্মী জানালেন, কয়েক লিটার দুধ ছাড়া বাকি সব শেষ।
৩০ মিনিট আগে