গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে কম্বল বিতরণ করতে গিয়ে ভূঞাপুর পৌরসভার মেয়রের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এমপির সমর্থকদের বিরুদ্ধে। এ সময় দুটি প্রাইভেট কার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিকেরা হলেন একটি অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, একটি টেলিভিশনের ক্যামেরা পারসন আশিকুর রহমান ও আরেকটি অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি ফরমান শেখ।
খোঁজ নিয়ে জানা যায়, আগামী জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের প্রার্থী ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ। আজ সোমবার গাড়িবহর নিয়ে গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও লিফলেট বিতরণ করতে যাচ্ছিলেন তিনি। এ সময় অতর্কিতে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনিরের সমর্থকেরা এই হামলা চালিয়েছেন। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ বলেন, ‘ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণের জন্য আলমনগর যাচ্ছিলেন। এ সময় অতর্কিত হামলা চালানো হয়। এ সময় সাংবাদিকেরা ভিডিও ধারণ করায় তিনজন সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।’
ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড মানুষজনকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এ সময় স্থানীয় এমপি ছোট মনিরের নির্দেশে তার ক্যাডার বাহিনীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ। হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় দুটি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’
এদিকে অভিযোগ অস্বীকার করে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। গোপালপুর উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে ভূঞাপুরের মেয়র, ইউপি নির্বাচনের বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়ে কম্বল বিতরণ করা ঠিক হয়নি।’
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
টাঙ্গাইলের গোপালপুরে কম্বল বিতরণ করতে গিয়ে ভূঞাপুর পৌরসভার মেয়রের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এমপির সমর্থকদের বিরুদ্ধে। এ সময় দুটি প্রাইভেট কার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিকেরা হলেন একটি অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, একটি টেলিভিশনের ক্যামেরা পারসন আশিকুর রহমান ও আরেকটি অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি ফরমান শেখ।
খোঁজ নিয়ে জানা যায়, আগামী জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের প্রার্থী ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ। আজ সোমবার গাড়িবহর নিয়ে গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও লিফলেট বিতরণ করতে যাচ্ছিলেন তিনি। এ সময় অতর্কিতে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনিরের সমর্থকেরা এই হামলা চালিয়েছেন। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ বলেন, ‘ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণের জন্য আলমনগর যাচ্ছিলেন। এ সময় অতর্কিত হামলা চালানো হয়। এ সময় সাংবাদিকেরা ভিডিও ধারণ করায় তিনজন সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।’
ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড মানুষজনকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এ সময় স্থানীয় এমপি ছোট মনিরের নির্দেশে তার ক্যাডার বাহিনীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ। হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় দুটি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’
এদিকে অভিযোগ অস্বীকার করে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। গোপালপুর উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে ভূঞাপুরের মেয়র, ইউপি নির্বাচনের বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়ে কম্বল বিতরণ করা ঠিক হয়নি।’
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে