Ajker Patrika

সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হবার আহবান সৈয়দ সাফায়েতুল ইসলামের

কিশোরগঞ্জ প্রতিনিধি
সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হবার আহবান সৈয়দ সাফায়েতুল ইসলামের

সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কিশোরগঞ্জ ও হোসেনপুরবাসীর জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাফায়েতুল ইসলাম। 

তিনি বলেন, কিশোরগঞ্জ ও হোসেনপুর আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সকলকে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। সকল অপশক্তিকে দমন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। 

আজ শনিবার সকালে, দুপুরে ও বিকেলে কিশোরগঞ্জের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ ও হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী, শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলাম। 

সৈয়দ সাফায়েতুল ইসলাম বলেন, ‘আমার বাবা সৈয়দ নজরুল ইসলাম, আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-হোসেনপুরসহ বাংলাদেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। আমরা সকলে মিলে মানুষের জন্য কাজ করি। আমাদের পরিবারের সদস্যরা জীবন উৎসর্গ করে মানুষের কল্যাণে। আমরা লাভের জন্য রাজনীতি করি না। আমার পরিবারের সদস্যরা সততার সঙ্গে রাজনীতি করেছেন। বাবা বঙ্গবন্ধুর জন্য মৃত্যুবরণ করেছেন। বড় ভাই আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেনি।’ 

তিনি বলেন, আমরা কোনো ফাঁদে পা দেব না এবং কারও উসকানিতে কান দেব না।  সুন্দর আগামী দিনের প্রত্যাশায় বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচণ্ড ষড়যন্ত্র হচ্ছে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে। নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে কাজ করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।’ 

কিশোরগঞ্জ ও হোসেনপুরের মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা এবং সৈয়দ সাফায়েত ও সৈয়দ মাহবুবা ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এদিকে একই দিনে কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সাজ্জাদ হোসেন হৃদয়ের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় হৃদয়ের স্ত্রীর চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দেন, হৃদয়ের দুই সন্তানকে বৃত্তি প্রদানসহ পড়ালেখার যাবতীয় খরচের ভার নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত