Ajker Patrika

দেশীয় ব্র্যান্ডের মোড়কে ভারতীয় চিনি, চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দীর্ঘদিন ধরে একটি চক্র ভারত থেকে চোরাচালানের মাধ্যমে দেশে নিম্নমানের চিনি নিয়ে আসত। সেগুলো দেশের বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করত তারা। দেশীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে এই চক্রের তিন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার রাজধানীর শাহজাহানপুর থানার কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে এক টন চিনিসহ তাঁদের আটক করে ডিবির মতিঝিল বিভাগের স্পেশাল অপারেশনস টিম।

আটককৃতরা হলেন—কুমিল্লার চকবাজারের আরিশা ট্রেডার্সের ম্যানেজার নিমাই বণিক (৪৪), ফেনীর সোনাগাজীর ইসমাইল ব্রাদার্সের মীর হোসেন (৩৮) ও চট্টগ্রামের চিনি বিক্রির দালাল আব্দুল্লাহ আল মাসুদ (৩৯)।

আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান বলেন, সম্প্রতি দেশের একাধিক শিল্প প্রতিষ্ঠান থেকে গোয়েন্দা পুলিশের কাছে একটি অভিযোগ করা হয়। অভিযোগে তাঁরা বলেন, দেশীয় প্রতিষ্ঠানের মোড়কে একটি চক্র ভারতীয় নিম্নমানের চিনি বাজারজাত করছে। এতে প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযোগের ভিত্তিতে তদন্তে মাঠে নামে ডিবির মতিঝিল বিভাগ।

তিনি আরও বলেন, কুমিল্লার সাহেব বাজারের মমিন ব্রাদার্স সীমান্ত দিয়ে প্রতিদিন ৪০০–৫০০ বস্তা চিনি চোরাচালানের মাধ্যমে এনে কুমিল্লা সদর থানার বারাপাড়ার আরিশা ট্রেডার্সের মালিক খোরশেদের গুদামে মজুত করত। এরপর দেশীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নকল মোড়কে প্যাকেট করে বিক্রি করত। এরপর নিমাই বণিকের নির্দেশনায় আরিশা ট্রেডার্সের গুদামে মজুত চিনি ফেনীর ইসমাইল ব্রাদার্স, চট্টগ্রাম খাতুনগঞ্জের জমজম ট্রেডার্স, চট্টগ্রামের আল মদিনা ট্রেডার্স, শহীদ ট্রেডার্সসহ ঢাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হতো।

অতিরিক্ত কমিশনার হারুন বলেন, দেশের বাজারে চিনির ৫০ কেজির বস্তার দাম ৬ হাজার ৭০০ টাকা। কিন্তু চোরাচালানের চিনি প্রতি বস্তা ৬ হাজার ২০০ টাকা। মমিন ট্রেডার্স দৈনিক আনুমানিক ৪০০ থেকে ৫০০ বস্তা চিনি এভাবে বিক্রি করত। এর কারণ হিসেবে তারা পুলিশকে জানিয়েছে, ভারতে চিনির দাম কম। বস্তা প্রতি তারা ৪০০–৫০০ টাকা কমে বিক্রি করত। এরপর দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নামে বাজারে ছাড়া হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত