নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছরের ডিসেম্বরে শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন রাজশাহীর মেয়ে জান্নাতুল মৌ। ওই সময়েই চলছিল ৪৩তম বিসিএসের আবেদন প্রক্রিয়া। টানাটানির সংসারে চিকিৎসার খরচ এবং বিসিএসে আবেদনের টাকা একসঙ্গে জোগাড় করা সম্ভব ছিল না তাঁর, যার কারণে ডাক্তার দেখানোর জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলেন, সেটা দিয়েই ৪৩তম বিসিএসে আবেদন করেন জান্নাতুল। কিন্তু তার পরেও এবারের বিসিএসের প্রিলিতে বসা হয়নি জান্নাতুলের। কারণ একই দিনে তাঁর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরেরও পরীক্ষা। বিসিএসের কেন্দ্র রাজশাহীতে, অন্যটির ঢাকায়।
আজকের পত্রিকাকে জান্নাতুল বলেন, 'ডাক্তার না দেখাই বিসিএসে আবেদন করিও পরীক্ষা দিতি পারলাম না। এর চেয়ে কষ্ট আর কী থাকতি পারে।'
জান্নাতুল জানান, বিসিএস পরীক্ষায় প্রতিযোগিতা বেশি থাকায় তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক পদের পরীক্ষাটিতে অংশ নিচ্ছেন। কারণ তাঁর একটা চাকরি দরকার। বিসিএসের চেয়ে শিক্ষা প্রকৌশলের চাকরিটা পাওয়া তুলনামূলক সহজ হবে বলে ধারণা তাঁর।
জান্নাতুলের মতো বহু চাকরিপ্রার্থী এক বা একাধিক পরীক্ষা ছেড়ে দিয়েছেন। কারণ ৪৩তম বিসিএসের প্রিলির দিনে আজ আরও ১৬টি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সকালে অনুষ্ঠিত হয়েছে ৯টি এবং বিকেলে ৮টি। সকালে হয়েছে ৪৩তম বিসিএসের প্রিলি, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষা। আর বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরীক্ষা।
বিসিএসের সঙ্গে একই দিনে পরীক্ষা হওয়ায় চাকরিপ্রত্যাশীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। নারায়ণগঞ্জ থেকে পরীক্ষা দিতে আসা জুয়েল রানা নামের এক প্রার্থী বলেন, 'সকালে বিসিএসের প্রিলি দিছি। বিকেলে অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা। সকালে কেন্দ্র ছিল মিরপুরে, বিকেলে আজিমপুরের ইডেনে। পরীক্ষার জন্য জ্যাম ঠেইলা দৌড়াদৌড়ি করতে করতে সব এনার্জি শেষ। পড়ব কখন?'
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে আজ ৪৩তম বিসিএসের প্রিলি অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নিতে মোট আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।
৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন এবং সমবায় ক্যাডারে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
গত বছরের ডিসেম্বরে শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন রাজশাহীর মেয়ে জান্নাতুল মৌ। ওই সময়েই চলছিল ৪৩তম বিসিএসের আবেদন প্রক্রিয়া। টানাটানির সংসারে চিকিৎসার খরচ এবং বিসিএসে আবেদনের টাকা একসঙ্গে জোগাড় করা সম্ভব ছিল না তাঁর, যার কারণে ডাক্তার দেখানোর জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলেন, সেটা দিয়েই ৪৩তম বিসিএসে আবেদন করেন জান্নাতুল। কিন্তু তার পরেও এবারের বিসিএসের প্রিলিতে বসা হয়নি জান্নাতুলের। কারণ একই দিনে তাঁর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরেরও পরীক্ষা। বিসিএসের কেন্দ্র রাজশাহীতে, অন্যটির ঢাকায়।
আজকের পত্রিকাকে জান্নাতুল বলেন, 'ডাক্তার না দেখাই বিসিএসে আবেদন করিও পরীক্ষা দিতি পারলাম না। এর চেয়ে কষ্ট আর কী থাকতি পারে।'
জান্নাতুল জানান, বিসিএস পরীক্ষায় প্রতিযোগিতা বেশি থাকায় তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক পদের পরীক্ষাটিতে অংশ নিচ্ছেন। কারণ তাঁর একটা চাকরি দরকার। বিসিএসের চেয়ে শিক্ষা প্রকৌশলের চাকরিটা পাওয়া তুলনামূলক সহজ হবে বলে ধারণা তাঁর।
জান্নাতুলের মতো বহু চাকরিপ্রার্থী এক বা একাধিক পরীক্ষা ছেড়ে দিয়েছেন। কারণ ৪৩তম বিসিএসের প্রিলির দিনে আজ আরও ১৬টি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সকালে অনুষ্ঠিত হয়েছে ৯টি এবং বিকেলে ৮টি। সকালে হয়েছে ৪৩তম বিসিএসের প্রিলি, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষা। আর বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরীক্ষা।
বিসিএসের সঙ্গে একই দিনে পরীক্ষা হওয়ায় চাকরিপ্রত্যাশীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। নারায়ণগঞ্জ থেকে পরীক্ষা দিতে আসা জুয়েল রানা নামের এক প্রার্থী বলেন, 'সকালে বিসিএসের প্রিলি দিছি। বিকেলে অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা। সকালে কেন্দ্র ছিল মিরপুরে, বিকেলে আজিমপুরের ইডেনে। পরীক্ষার জন্য জ্যাম ঠেইলা দৌড়াদৌড়ি করতে করতে সব এনার্জি শেষ। পড়ব কখন?'
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে আজ ৪৩তম বিসিএসের প্রিলি অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশ নিতে মোট আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।
৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন এবং সমবায় ক্যাডারে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
২৭ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
১ ঘণ্টা আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
১ ঘণ্টা আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে