মাদারীপুর প্রতিনিধি
প্রতিবছরের মতো এবারও মাদারীপুরের প্রায় ৪০ গ্রামের ৩০ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বৃহস্পতিবার রোজ রাখবেন। শরীয়তপুরের হযরত সুরেশ্বরী (রাঃ)—এর ভক্ত অনুসারীরা রোজা রাখবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের প্রধান পীর খাজা শাহ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইনের ছেলে সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ।
সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ বলেন, সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারী ও ভক্তরা বৃহস্পতিবার রোজা রাখবেন।
সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মাদারীপুর সদর উপজেলার জাফরাবাদ এলাকার মোহাম্মদ আলী বলেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজান মাসের প্রথম রোজা রাখব।’
খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচর কাতলা, চর গোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার অন্তত ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার প্রথম রোজা রাখবেন।
হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারীরা প্রায় দেড় শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদউল ফিতর ও ঈদউল আজহা উদ্যাপন করে আসছেন।
প্রতিবছরের মতো এবারও মাদারীপুরের প্রায় ৪০ গ্রামের ৩০ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বৃহস্পতিবার রোজ রাখবেন। শরীয়তপুরের হযরত সুরেশ্বরী (রাঃ)—এর ভক্ত অনুসারীরা রোজা রাখবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের প্রধান পীর খাজা শাহ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইনের ছেলে সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ।
সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ বলেন, সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারী ও ভক্তরা বৃহস্পতিবার রোজা রাখবেন।
সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মাদারীপুর সদর উপজেলার জাফরাবাদ এলাকার মোহাম্মদ আলী বলেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজান মাসের প্রথম রোজা রাখব।’
খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচর কাতলা, চর গোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার অন্তত ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার প্রথম রোজা রাখবেন।
হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারীরা প্রায় দেড় শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদউল ফিতর ও ঈদউল আজহা উদ্যাপন করে আসছেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান দেবেন। পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন।
১৩ মিনিট আগেনড়াইলের লোহাগড়ায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে খাজা মোল্যা (৫১) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুমারডাঙ্গা সড়কের উপর হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা উপজেলার ইতনা ইউনিয়নের পার-ইছাখালী গ্রামের লবাব মোল্যা ওরফে লবা মোল্যার ছেলে।
১৪ মিনিট আগেযশোরের মনিরামপুরে এক শিক্ষক নেতার বিরুদ্ধে বিদ্যালয় ফাঁকি দেওয়ার অভিযোগ করেছেন তার সহকর্মী। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না আকস্মিকভাবে ওই বিদ্যালয় পরিদর্শনে গেলে তিনি এই অভিযোগ করেন। পরে ইউএনও বিদ্যালয় ত্যাগ করার পর অভিযুক্ত শিক্ষক মজনুর রহমান তার সহকর্মী রবিউল ইসলাম
২০ মিনিট আগেরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম জানা যায়নি।
১ ঘণ্টা আগে