Ajker Patrika

সৌদির সঙ্গে মিল রেখে কাল রোজা রাখবেন মাদারীপুরের ৪০ গ্রামবাসী 

মাদারীপুর প্রতিনিধি
সৌদির সঙ্গে মিল রেখে কাল রোজা রাখবেন মাদারীপুরের ৪০ গ্রামবাসী 

প্রতিবছরের মতো এবারও মাদারীপুরের প্রায় ৪০ গ্রামের ৩০ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বৃহস্পতিবার রোজ রাখবেন। শরীয়তপুরের হযরত সুরেশ্বরী (রাঃ)—এর ভক্ত অনুসারীরা রোজা রাখবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের প্রধান পীর খাজা শাহ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইনের ছেলে সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ।

সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ বলেন, সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারী ও ভক্তরা বৃহস্পতিবার রোজা রাখবেন।

সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মাদারীপুর সদর উপজেলার জাফরাবাদ এলাকার মোহাম্মদ আলী বলেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজান মাসের প্রথম রোজা রাখব।’

খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচর কাতলা, চর গোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার অন্তত ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার প্রথম রোজা রাখবেন।

হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারীরা প্রায় দেড় শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদউল ফিতর ও ঈদউল আজহা উদ্‌যাপন করে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত