গাজীপুরের শ্রীপুরে বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে নিরীহ কৃষকদের ফসলের ক্ষতির অভিযোগ উঠেছে। ফসল রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষক-কৃষানি ও স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে ফসল বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে।
আজ বুধবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের পুরাতা বিলের ধারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘স্থানীয় কাওসার মোড়ল জোরপূর্বক পুরাতা বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে আমাদের বিলের জলধারা বন্ধ করে দিয়েছেন। এতে আমাদের বোরো ধান পানির নিচে পড়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পানির জলধারা খুলে না দিলে আমাদের ফসল একেবারে নষ্ট হয়ে যাবে।’
কৃষক নূরুল আমিন বলেন, ‘বছরে একটি ফসল বোরো ধানের ওপর ভর করে চলে আমার ছয় সদস্যের সংসার। এরই মধ্যে শেষ সম্বল হারাতে বসেছি। কাওসার মোড়ল নামে এক ব্যক্তি আমাদের ভাতের হাঁড়ি নিয়ে টানাটানি করছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে বিলের মুখের বাঁধ খুলে আমার ফসল রক্ষা করা হোক।’
ভুক্তভোগী কৃষানি আমেনা খাতুন বলেন, ‘স্বামী-সন্তান নেই। অনেক কষ্টে কাজের লোকজন দিয়ে টাকা-পয়সা খরচ করে ধান রোপণ করেছি। কিন্তু হায়েনার জন্য আমার স্বপ্ন ভাঙতে শুরু হয়েছে। এখন প্রশাসন যদি আমাদের রক্ষা করে।’
অভিযুক্ত মো. কাওসার মোড়ল বলেন, ‘আমি আমার জমিতে বাঁধ নির্মাণ করছি, তাতে অন্য কারও জমির ফসল নষ্ট হলে আমি কী করব! তাদের জমির ফসল তলিয়ে গেলে আমার কিছু করার নেই।’
শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয় কৃষকদের সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে।’
মানববন্ধনে ৩০ জন কৃষক-কৃষানি ও আশপাশের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
গাজীপুরের শ্রীপুরে বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে নিরীহ কৃষকদের ফসলের ক্ষতির অভিযোগ উঠেছে। ফসল রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষক-কৃষানি ও স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে ফসল বোরো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে।
আজ বুধবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের পুরাতা বিলের ধারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘স্থানীয় কাওসার মোড়ল জোরপূর্বক পুরাতা বিলের মুখে জোরপূর্বক বাঁধ নির্মাণ করে আমাদের বিলের জলধারা বন্ধ করে দিয়েছেন। এতে আমাদের বোরো ধান পানির নিচে পড়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে পানির জলধারা খুলে না দিলে আমাদের ফসল একেবারে নষ্ট হয়ে যাবে।’
কৃষক নূরুল আমিন বলেন, ‘বছরে একটি ফসল বোরো ধানের ওপর ভর করে চলে আমার ছয় সদস্যের সংসার। এরই মধ্যে শেষ সম্বল হারাতে বসেছি। কাওসার মোড়ল নামে এক ব্যক্তি আমাদের ভাতের হাঁড়ি নিয়ে টানাটানি করছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে বিলের মুখের বাঁধ খুলে আমার ফসল রক্ষা করা হোক।’
ভুক্তভোগী কৃষানি আমেনা খাতুন বলেন, ‘স্বামী-সন্তান নেই। অনেক কষ্টে কাজের লোকজন দিয়ে টাকা-পয়সা খরচ করে ধান রোপণ করেছি। কিন্তু হায়েনার জন্য আমার স্বপ্ন ভাঙতে শুরু হয়েছে। এখন প্রশাসন যদি আমাদের রক্ষা করে।’
অভিযুক্ত মো. কাওসার মোড়ল বলেন, ‘আমি আমার জমিতে বাঁধ নির্মাণ করছি, তাতে অন্য কারও জমির ফসল নষ্ট হলে আমি কী করব! তাদের জমির ফসল তলিয়ে গেলে আমার কিছু করার নেই।’
শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয় কৃষকদের সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে।’
মানববন্ধনে ৩০ জন কৃষক-কৃষানি ও আশপাশের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবারকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ মিনিট আগেরাজশাহীর বাঘায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় সম্রাট আহম্মেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘা-ঈশ্বরদী মহাসড়কের হাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেগ্রেপ্তার এড়াতে নাম বদল করে ঝিনাইদহের কোটচাঁদপুরে আবাসিক হোটেলে পালিয়ে ছিলেন ধর্ষণ মামলায় অভিযুক্ত রুস্তম আলী কালা (৩৪)। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল সোমবার রাতে তাঁকে আটক করেছে থানা-পুলিশ।
১০ মিনিট আগেসাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর এখন কারাগারে আছেন তিনি।
১৪ মিনিট আগে