Ajker Patrika

কাচ্চি ভাইয়ের কর্মী জিহাদের আয়ে চলত সংসার, এখন সব শেষ 

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৭: ৫১
কাচ্চি ভাইয়ের কর্মী জিহাদের আয়ে চলত সংসার, এখন সব শেষ 

রাজধানী ঢাকার বেইলি রোডে আগুনে পুড়ে জিহাদ শিকদার (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনের কাচ্চি ভাই রেস্তোরাঁর কর্মচারী ছিলেন। সংসারের হাল ধরতেই লেখাপড়ার মাঝপথেই ঢাকায় গিয়েছিলেন তিনি। 

আজ শুক্রবার দুপুরে তাঁর মরদেহ নিজ বাড়ি মাদারীপুরের কালকিনির কয়ারিয়া ইউনিয়নের আলিমাবাদে এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। শেষবারের মতো তাঁকে দেখতে ভিড় করছেন এলাকাবাসী। 

জিহাদ শিকদার একই গ্রামের জাকির শিকদারের ছেলে। তিনি কালকিনির সাহেববারপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজে মানবিক বিভাগে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করতেন। কিন্তু অভাবের কারণে সংসারের হাল ধরতে কাজের সন্ধানে ঢাকা যান। প্রায় তিন বছর আগে জিহাদ ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাইয়ের রেস্তোরাঁয় কাজ শুরু করেন। তখন থেকে তাঁর আয়ে চলত পুরো সংসার। 

পরিবার সূত্রে জানা গেছে, জাকির শিকদারের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এর মধ্যে মেয়ের বিয়ে হয়েছে। 

জিহাদের ছোট ভাই রিয়াদ শিকদারের পাশের স্বজন ও এলাকাবাসীজিহাদের ছোট ভাই রিয়াদ শিকদার বলেন, ‘আমার ভাই সংসারের হাল ধরতে কাজের জন্য ঢাকা যান। তাঁর টাকায় আমি ও আমার মা-বাবাসহ পুরো সংসারের খরচ জোগাড় হতো। এখন আমাদের কী হবে। এই মৃত্যু আমরা কীভাবে সইব।’ 

প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, ‘জিহাদ খুবই ভালো ছিল। এই অল্প বয়সেই পরিবারের হাল ধরতে তাকে ঢাকায় যেতে হয়েছিল। তার দেওয়া টাকাতেই পরিবার চলত। আগুনে জিহাদের পরিবারের সব স্বপ্ন, আশা শেষ হয়ে গেল।’

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘জিহাদের মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা নেই। ঘটনাটি খুবই মর্মান্তিক। তাঁর পরিবার থেকে কোনো সহযোগিতা চাওয়া হলে, তা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত