গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মায় জেলের জালে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোরে স্থানীয় জেলে কবির হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে কবির হালদার জানান, বেশ কিছুদিন পদ্মা নদীতে এমন মাছ পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার খুব ভোরে নদীতে মাছ শিকারে বের হন তিনিসহ তার সহযোগীরা ।ভোর ৬ টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে জাল ফেলে টেনে তোলার সময় আইড় মাছটি আটকা পরে। অনেক দিন পরে মাছ পেয়ে সবাই তো মহা খুশি। পরে মাছটি বিক্রির জন্য বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটে অবস্থিত শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসেন । সেখানে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, জেলে আমাকে মোবাইলের মাধ্যমে জানালে মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেই। মাছটি কেনার পর ৫ নম্বর ফেরি ঘাট পন্টুনের সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা মাছ দেখতে ভিড় করেন। বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ী ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৬০০ টাকায় কিনে নেন।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে এই মাছগুলো দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মায় জেলের জালে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোরে স্থানীয় জেলে কবির হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে কবির হালদার জানান, বেশ কিছুদিন পদ্মা নদীতে এমন মাছ পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার খুব ভোরে নদীতে মাছ শিকারে বের হন তিনিসহ তার সহযোগীরা ।ভোর ৬ টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে জাল ফেলে টেনে তোলার সময় আইড় মাছটি আটকা পরে। অনেক দিন পরে মাছ পেয়ে সবাই তো মহা খুশি। পরে মাছটি বিক্রির জন্য বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটে অবস্থিত শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসেন । সেখানে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, জেলে আমাকে মোবাইলের মাধ্যমে জানালে মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেই। মাছটি কেনার পর ৫ নম্বর ফেরি ঘাট পন্টুনের সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা মাছ দেখতে ভিড় করেন। বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ী ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৬০০ টাকায় কিনে নেন।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে এই মাছগুলো দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।
রাত ১০টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের নারী শিক্ষার্থীদের হলে না ঢুকলে সিট বাতিলের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা। তবে, প্রশাসনের দাবি নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের কিছু নির্দিষ্ট এলাকার কথা বোঝানো হয়েছে।
১ মিনিট আগেযশোর জেলার কেশবপুর উপজেলার আলাদিপুর এলাকা থেকে নেমে আসা পানির ঢলে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন প্লাবিত হয়ে পড়েছে। এতে শিরাশুনি গ্রামসহ আশপাশের এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট, বেড়েছে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি। কর্মহীন হয়ে পড়েছ
২৩ মিনিট আগেআজ সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র উপকমিশনার তালেবুর রহমান বলেন, ঘটনার পর থেকে অপু পলাতক ছিলেন। তিনি জানে আলম অপু ও কাজী গৌরব—এই দুই নাম ব্যবহার করতেন। গুলশানের ঘটনায় এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে এবং বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
৩০ মিনিট আগেরংপুরের পীরগাছায় অন্যের বন্ধক রাখা মোবাইল ফোন থেকে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. এমিল উদ্দিন (২৭) রংপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের তাজহাট থানার আশরতপুর এলাকার মো. আফজাল হোসেনের ছেলে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম
৩৭ মিনিট আগে