Ajker Patrika

পোশাক নিয়ে আদালতের মন্তব্য নারীর নিরাপত্তা বিঘ্নিত করবে: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পোশাক নিয়ে আদালতের মন্তব্য নারীর নিরাপত্তা বিঘ্নিত করবে: মহিলা পরিষদ

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় উচ্চ আদালত তাঁর পর্যবেক্ষণে যেসব কথা বলেছেন, তা নারীর নিরাপত্তা বিঘ্নিত করবে বলে মনে করছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ কথা জানায়।

মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে উচ্চ আদালতের বক্তব্য যেভাবে প্রকাশিত ও প্রচারিত হয়েছে, তা যদি যথার্থ হয় তবে তা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত সাংবিধানিক অধিকার, নারীর সমানাধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের নীতিমালা, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন-সংক্রান্ত বর্তমান সরকারের গৃহীত নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। জেন্ডার সংবেদনশীলতাকে প্রশ্নবিদ্ধ করে।

বিবৃতিতে আরও বলা হয়, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। নারীরা দৃপ্ত পদে এগিয়ে চলেছে। নারীর ব্যক্তিস্বাধীনতা, নারীর পছন্দ বা সিদ্ধান্ত গ্রহণের অধিকার, নারীর স্বাধীনভাবে চলাফেরার অধিকার সাংবিধানিক অধিকার। যে স্থানে নারীর ব্যক্তি অধিকার, মানবিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা, সেখানে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক।

সংগঠনটি মনে করে, আদালতের পর্যবেক্ষণ জনপরিসরে নারীর স্বাধীন চলাচল ও নিরাপত্তা বিঘ্নিত করবে। এটি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অন্তরায় হবে। গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তির নারীর মানবাধিকারের প্রতি এমন দৃষ্টিভঙ্গি ও বক্তব্য পক্ষান্তরে নারীর ন্যায়বিচার প্রাপ্তিকে অসম্ভব করে তুলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত