Ajker Patrika

শেখ হাসিনা নৌকা আমার কাছে দিয়েই রেখেছেন: মমতাজ 

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৮: ১৬
শেখ হাসিনা নৌকা আমার কাছে দিয়েই রেখেছেন: মমতাজ 

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘অনেক নেতা আমাকে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি নৌকা মার্কা নিয়ে আসেন তাহলে আপনার পাশে আছি। যদি কী? নৌকা তো আমার কাছেই। শেখ হাসিনা তো নৌকা আমার কাছে দিয়েই রেখেছেন। কারণ, আমি বর্তমানে নৌকার নির্বাচিত সংসদ সদস্য। আমার কোনো কর্মকাণ্ডে যদি শেখ হাসিনা অসন্তুষ্ট হন, তবেই আমার কাছ থেকে নৌকা ছুটে যাবে। তবে সেটা হবে আমার রাজনৈতিক ব্যর্থতা।’

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৈতরা বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমতাজ বলেন, ‘শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা নিজে নারী, তাই নারীরা পেছনে পড়ে থাকুক তা তিনি চান না। কারণ, নারীরা কখনো দুর্নীতিবাজ হয় না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে নারীদের প্রাধান্য দেবেন।’ 

পুটাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমূল্য সরকার সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি মথুরনার্থ সরকার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, বেতিলা-মিতরা ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, সদর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সালমা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন গিনিসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত