Ajker Patrika

শাকিব খানের বাড়িতে চোরের হানা 

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৬: ৫১
শাকিব খানের বাড়িতে চোরের হানা 

গাজীপুর মহানগরীর পুবাইলে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন শুটিং হাউস ‘জান্নাতে’ গত বৃহস্পতিবার রাতে দেয়াল টপকে একদল চোরের অনুপ্রবেশ ঘটেছিল। পুলিশ জানিয়েছে, চোরেরা ভেতরে প্রবেশ করলেও কিছুই নিতে পারেনি। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকায় আড়াই বিঘা জমির ওপর সুবিশাল দোতলা একটি বাড়ি রয়েছে। বাড়িটির দোতলায় বসার জন্য সুন্দর ও পরিপাটি সোফা রয়েছে। দেয়ালে দেয়ালে টাঙানো চিত্রকর্মের ওয়ালম্যাট। বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। সেখানে নাটক, সিনেমা ও মিউজিক ইত্যাদির শুটিং হয়ে থাকে। নিরাপত্তার জন্য চারপাশে সুউচ্চ সীমানাপ্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে।

স্থানীয়রা আরও জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনজনের একটি দল সীমানাপ্রাচীর ও কাঁটাতার ডিঙিয়ে ‘জান্নাতে’ প্রবেশ করে। এ সময় বিষয়টি স্থানীয়রা দেখতে পায়। পরে স্থানীয়রা বাড়ির কেয়ারটেকারকে ডাকাডাকি করলে চোরেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আসে পুলিশ। 

এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর ইসলাম বলেন, ‘গত রাতে চিত্রনায়ক শাকিব খানের বাড়িতে তিনজন চোর প্রবেশ করতে দেখে স্থানীয়রা বাড়ির কেয়ারটেকার সম্রাটকে ডেকে তোলে। পরে সম্রাট ঢাকায় ঘটনা জানায়। আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। সেখান থেকে কোনো কিছু খোয়া যায়নি। সারা বাড়ি তল্লাশি করে দেখা যায়, চোরেরা একটি পুরোনো নষ্ট মোটর নেওয়ার জন্য বেঁধেছিল, কিন্তু নিতে পারেনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত