নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনলাইনে চাকরি ও ঋণের প্রলোভন দিয়ে প্রতারণা করার অভিযোগে এক চীনা নাগরিকসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম বিভাগ।
আজ শনিবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
হারুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋণ ও চাকরির প্রচারণা চালায় চক্রটি। বিজ্ঞাপন দেখে কোনো ব্যক্তি তাদের অ্যাপস ডাউনলোড দিলে তার মোবাইলের ছবি ও ব্যক্তিগত তথ্য চলে যায় চক্রের হাতে। সেসকল ছবি ও তথ্য দিয়ে পরে চক্রটি ব্ল্যাকমেল করে। টাকা দাবি করে। এভাবে অনেকেই তাদের খপ্পরে পরে মোটা অঙ্কের টাকা হারিয়েছেন।
চক্রের চীনা নাগরিক ঝ্যাং জি ঝাহ্যাং সহ ১৫ জনকে রাজধানীর হাতিরঝিল ও কাফরুল থেকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাপসটি চীনা নাগরিকদের তৈরি। এটির সার্ভার সিঙ্গাপুরে। আর কলসেন্টার বাংলাদেশ ও পাকিস্তানে রয়েছে। পাকিস্তানি নম্বর দিয়ে বাংলাদেশিদের কল করা হয়। আর বাংলাদেশি নম্বর ব্যবহার করে ভারতীয়দের কল করা হতো।
গোয়েন্দা প্রধান বলেন, চক্রটির সদস্যদের কাছ থেকে ২৯টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। গত ছয় মাসে এই সকল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে ৫০ কোটি টাকারও বেশি পাচার করেছে। সে হিসেবে গত দুই বছরে অন্তত দুইশো কোটি টাকা দেশ থেকে পাচার করেছে বলে প্রাথমিক তথ্যে পাওয়া গেছে। দেশে এখন পর্যন্ত এই চক্রের হাতে অন্তত দেড় হাজার মানুষ প্রতারিত হয়েছে।
চক্রটি অল্প টাকা দিয়ে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। এভাবে তারা এক ভুক্তভোগীর কাছ থেকেই ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা আপত্তিকর ছবি ব্যবহার করে বিভিন্ন জনকে পাঠানোর হুমকি দিত।
অনলাইনে চাকরি ও ঋণের প্রলোভন দিয়ে প্রতারণা করার অভিযোগে এক চীনা নাগরিকসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম বিভাগ।
আজ শনিবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
হারুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋণ ও চাকরির প্রচারণা চালায় চক্রটি। বিজ্ঞাপন দেখে কোনো ব্যক্তি তাদের অ্যাপস ডাউনলোড দিলে তার মোবাইলের ছবি ও ব্যক্তিগত তথ্য চলে যায় চক্রের হাতে। সেসকল ছবি ও তথ্য দিয়ে পরে চক্রটি ব্ল্যাকমেল করে। টাকা দাবি করে। এভাবে অনেকেই তাদের খপ্পরে পরে মোটা অঙ্কের টাকা হারিয়েছেন।
চক্রের চীনা নাগরিক ঝ্যাং জি ঝাহ্যাং সহ ১৫ জনকে রাজধানীর হাতিরঝিল ও কাফরুল থেকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাপসটি চীনা নাগরিকদের তৈরি। এটির সার্ভার সিঙ্গাপুরে। আর কলসেন্টার বাংলাদেশ ও পাকিস্তানে রয়েছে। পাকিস্তানি নম্বর দিয়ে বাংলাদেশিদের কল করা হয়। আর বাংলাদেশি নম্বর ব্যবহার করে ভারতীয়দের কল করা হতো।
গোয়েন্দা প্রধান বলেন, চক্রটির সদস্যদের কাছ থেকে ২৯টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। গত ছয় মাসে এই সকল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে ৫০ কোটি টাকারও বেশি পাচার করেছে। সে হিসেবে গত দুই বছরে অন্তত দুইশো কোটি টাকা দেশ থেকে পাচার করেছে বলে প্রাথমিক তথ্যে পাওয়া গেছে। দেশে এখন পর্যন্ত এই চক্রের হাতে অন্তত দেড় হাজার মানুষ প্রতারিত হয়েছে।
চক্রটি অল্প টাকা দিয়ে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। এভাবে তারা এক ভুক্তভোগীর কাছ থেকেই ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা আপত্তিকর ছবি ব্যবহার করে বিভিন্ন জনকে পাঠানোর হুমকি দিত।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একই ঘর থেকে এক গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় করা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এই তারিখ ধার্য করেন...
২৫ মিনিট আগেবিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলাকালীন হঠাৎ বিকট শব্দে একটি ড্রোন বাঁশের খুঁটি ও টিনের ছাউনিতে আছড়ে পড়ে। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। এতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন...
২৬ মিনিট আগেক্ষুব্ধ কৃষকেরা বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে চার টাকা ভাড়া দিতে হতো। এবার তা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তারা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান। তা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন তাঁরা।
২৯ মিনিট আগে