Ajker Patrika

মৃত্যুও আলাদা করতে পারেনি বন্ধুত্বের বন্ধন

প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২১, ১৪: ২১
মৃত্যুও আলাদা করতে পারেনি বন্ধুত্বের বন্ধন

শিবালয় (মানিকগঞ্জ) : ছোটবেলা থেকে এক সঙ্গে বেড়ে উঠেছেন আবদুল আলিম (২৬) ও দীপক হালদার (২৫)। মারাও গেলেন একই সড়ক দুর্ঘটনায়। শনিবার সকালে (১২ জুন) ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

ছোটবেলা থেকে আলিম ও দীপকের বন্ধুত্ব; দুজনই ঢাকায় চাকরি করতেন। বছরখানেক আগে দুই বন্ধুই বিয়ে করেছেন। দুজনের বাড়ি শিবালয় উপজেলায় হওয়ায় আলীমের মোটরসাইকেলে করে প্রতি সপ্তাহে তাঁরা বাড়ি যেতেন। একই ভাবে বৃহস্পতিবার তাঁরা বাড়ি যান। শনিবার সকালে তাঁরা ঢাকা ফিরছিলেন। তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই দুই বন্ধু প্রাণ হারান। নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সের চালক রনি মিয়া ও (৩০) আহত হন। আহত রনিকে উদ্ধার করে স্থানীয়রা মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। 

জানা যায়, আবদুল আলিমের বাড়ি শিবালয় উপজেলার দক্ষিণ পাচুরিয়ার ইন্তাজগঞ্জ গ্রামে আর দীপকের বাড়ি পার্শ্ববর্তী কান্দাশাকরাইল গ্রামে। আলীম ঢাকার তেজগাঁওয়ে পোশাক শিল্প আড়ংয়ের একটি শোরুমে আর দীপক পুরান ঢাকার তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। অ্যাম্বুলেন্স চালক রনির বাড়ি যশোরের কোতোয়ালি উপজেলার গোপীপাড়ায়।

নিহত দীপকের মামাতো ভাই সুজন হালদার জানান, আলিম এবং দীপক ছোট বেলা থেকেই একে অপরের খুব ঘনিষ্ঠ। দু’জনেই বছর খানেক আগে বিয়ে করেছেন। 

এ ঘটনায় গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহীরা ঘটনাস্থলেই নিহত হন। নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন অ্যাম্বুলেন্সে চালক। মোটরসাইকেলের দুই আরোহীর লাশ সদর হাসপাতালের মর্গে পোস্টমর্টেম শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় মামলা রুজু এবং দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত