Ajker Patrika

গাজীপুরে কারখানার নিরাপত্তাকর্মীর মৃত্যু, বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ২২: ৪৫
Thumbnail image
বাসচাপায় এক নিরাপত্তা কর্মীর মৃত্যুতে বাসে আগুন দেয় উত্তেজিত জনতা। ছবি:: আজকের পত্রিকা

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ শনিবার রাতে গাজীপুরের তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন,

‘আজ রাত সাড়ে ৮টার দিকে তারগাছ এলাকায় গার্মেন্টসের এক নিরাপত্তাকর্মী মহাসড়ক পার হচ্ছিলেন।

বাসচাপায় এক নিরাপত্তা কর্মীর মৃত্যুতে বাসে আগুন দেয় উত্তেজিত জনতা। ছবি:: আজকের পত্রিকা
বাসচাপায় এক নিরাপত্তা কর্মীর মৃত্যুতে বাসে আগুন দেয় উত্তেজিত জনতা। ছবি:: আজকের পত্রিকা

এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাস ওই নিরাপত্তাকর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে উত্তেজিত শ্রমিকেরা বাসটিকে অগ্নিসংযোগ করেন। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।’

ইব্রাহিম খান আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে নিহতের নাম–পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত