নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিযুদ্ধের সংগঠক নির্মল সেন যে সাহসী সাংবাদিকতা করে গেছেন বর্তমানে তা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মনজুরুল আহসান খান।
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে শ্রমিক কৃষক সমাজবাদী দল ও বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন আয়োজিত নির্মল সেনের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনজুরুল আহসান খান বলেন, ‘পত্র-পত্রিকাগুলো নির্মল সেনের জীবনী নিয়ে কেন লেখে না। বর্তমানে সাংবাদিকতার কিছুই নেই। যা একটু হতো ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে তাও হচ্ছে না।’
মনজুরুল আহসান খান বলেন, নির্মল সেনের সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে। এরশাদের সময়ে যখন আমাকে চোখ বেঁধে যখন তুলে নেওয়া হয়, তখন নির্মল সেনের নেতৃত্বে হরতাল ডাকা হয়। পরে আমাকে ছেড়ে দেওয়া হয়। তখন সাংবাদিকদের গ্রেপ্তার করা হতো না, সে জন্য রাজনীতি করতে এই পথ বেছে নিয়েছিলেন তিনি। এ পেশাতেই তিনি অনেকটা এগিয়েছিলেন। ভালো লিখতেন। শেখ মুজিবুর রহমানও তাঁর লেখা পছন্দ করেছিলেন। কিন্তু বাকশালের সময় যখন সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয় নির্মল সেন এটাকে ঘোরতর বিরোধিতা করেছিলেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, গণ অভ্যুত্থান থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন নির্মল সেন। ৭২-৭৫ সালের সংবাদপত্রের সবচেয়ে কঠিন সময়ে তিনি লেখার মাধ্যমে এগিয়ে প্রতিবাদ করেছেন। এ জন্য তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। কাজেই বাংলাদেশের ইতিহাসের সঙ্গে নির্মল সেন সব সময়ই প্রাসঙ্গিক একজন নেতা। কিন্তু তার আদর্শ ও নীতি-নৈতিকতা আমরা ধরে রাখতে পারিনি।
তাঁরা আরও বলেন, ‘আজ গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, শ্রমিকেরা অধিকার বঞ্চিত। তাই নির্মল সেনের আদর্শকে সামনে রেখে মেহনতি মানুষের অধিকার নিশ্চিতে নেতৃবৃন্দকেই পদক্ষেপ নিতে হবে। নির্মল সেন দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার কথা বলে গেছেন সব সময়ই। একইসঙ্গে সাম্প্রদায়িকতা রুখতে সারা জীবন কাজ করেছেন।’
মুক্তিযুদ্ধের সংগঠক নির্মল সেন যে সাহসী সাংবাদিকতা করে গেছেন বর্তমানে তা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মনজুরুল আহসান খান।
আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে শ্রমিক কৃষক সমাজবাদী দল ও বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন আয়োজিত নির্মল সেনের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনজুরুল আহসান খান বলেন, ‘পত্র-পত্রিকাগুলো নির্মল সেনের জীবনী নিয়ে কেন লেখে না। বর্তমানে সাংবাদিকতার কিছুই নেই। যা একটু হতো ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে তাও হচ্ছে না।’
মনজুরুল আহসান খান বলেন, নির্মল সেনের সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে। এরশাদের সময়ে যখন আমাকে চোখ বেঁধে যখন তুলে নেওয়া হয়, তখন নির্মল সেনের নেতৃত্বে হরতাল ডাকা হয়। পরে আমাকে ছেড়ে দেওয়া হয়। তখন সাংবাদিকদের গ্রেপ্তার করা হতো না, সে জন্য রাজনীতি করতে এই পথ বেছে নিয়েছিলেন তিনি। এ পেশাতেই তিনি অনেকটা এগিয়েছিলেন। ভালো লিখতেন। শেখ মুজিবুর রহমানও তাঁর লেখা পছন্দ করেছিলেন। কিন্তু বাকশালের সময় যখন সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয় নির্মল সেন এটাকে ঘোরতর বিরোধিতা করেছিলেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, গণ অভ্যুত্থান থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন নির্মল সেন। ৭২-৭৫ সালের সংবাদপত্রের সবচেয়ে কঠিন সময়ে তিনি লেখার মাধ্যমে এগিয়ে প্রতিবাদ করেছেন। এ জন্য তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। কাজেই বাংলাদেশের ইতিহাসের সঙ্গে নির্মল সেন সব সময়ই প্রাসঙ্গিক একজন নেতা। কিন্তু তার আদর্শ ও নীতি-নৈতিকতা আমরা ধরে রাখতে পারিনি।
তাঁরা আরও বলেন, ‘আজ গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, শ্রমিকেরা অধিকার বঞ্চিত। তাই নির্মল সেনের আদর্শকে সামনে রেখে মেহনতি মানুষের অধিকার নিশ্চিতে নেতৃবৃন্দকেই পদক্ষেপ নিতে হবে। নির্মল সেন দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার কথা বলে গেছেন সব সময়ই। একইসঙ্গে সাম্প্রদায়িকতা রুখতে সারা জীবন কাজ করেছেন।’
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চান্দাইকোনা নাগপাড়া এলাকার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগেশনিবার রাতে জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটকের সময় আট জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ ১০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
৫ মিনিট আগেজনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
৩৬ মিনিট আগে‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
৪৪ মিনিট আগে