সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইভটিজিংয়ের অভিযোগে ৪ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মাষ্টার আব্দুর রহমান একাডেমিসংলগ্ন রাস্তায় এ মানববন্ধন করে এলাকাবাসী।
অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. স্বাধীন শেখ, একই কমিটিতে পদ প্রত্যাশী অন্য ৩ জন হলেন সাব্বির, জয়, নিলয়। মধ্যপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন মাস্টার আব্দুর রহমান একাডেমির অভিভাবক প্রতিনিধি সদস্য বাচ্চু ফকির, মাহবুব, রুপা, মধ্যপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ছাত্তার বেপারী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা মো. তারা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোকলেস তালুকদার, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি হোসেন বেপারী, সাধারণ সম্পাদক তুলু শেখ, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি হোসেন বেপারী প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের ছেলে-মেয়ে, মা-বোনেরা রাস্তা-ঘাটে নিরাপদে চলাফেরা করতে পারে সেরকম পরিবেশ চাই। প্রতিনিয়ত মেয়ে শিক্ষার্থীরা বখাটেদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আর কোনো বখাটে যেন কোনো মেয়েকে ইভটিজিং কিংবা কোনো খারাপ মন্তব্য করতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি। আমরা চাই এ সকল বখাটের সর্ব্বোচ শাস্তি হোক।
অভিযুক্ত মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. স্বাধীন শেখকে একাধিকবার ফোন দেওয়ার পর সাংবাদিক পরিচয় দিলে কলটি কেটে দেন।
গত ২১ ফেব্রুয়ারি মধ্যপাড়া মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে অভিযুক্ত ছাত্রলীগ নেতারা।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইভটিজিংয়ের অভিযোগে ৪ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মাষ্টার আব্দুর রহমান একাডেমিসংলগ্ন রাস্তায় এ মানববন্ধন করে এলাকাবাসী।
অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. স্বাধীন শেখ, একই কমিটিতে পদ প্রত্যাশী অন্য ৩ জন হলেন সাব্বির, জয়, নিলয়। মধ্যপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন মাস্টার আব্দুর রহমান একাডেমির অভিভাবক প্রতিনিধি সদস্য বাচ্চু ফকির, মাহবুব, রুপা, মধ্যপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ছাত্তার বেপারী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা মো. তারা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোকলেস তালুকদার, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি হোসেন বেপারী, সাধারণ সম্পাদক তুলু শেখ, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি হোসেন বেপারী প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের ছেলে-মেয়ে, মা-বোনেরা রাস্তা-ঘাটে নিরাপদে চলাফেরা করতে পারে সেরকম পরিবেশ চাই। প্রতিনিয়ত মেয়ে শিক্ষার্থীরা বখাটেদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আর কোনো বখাটে যেন কোনো মেয়েকে ইভটিজিং কিংবা কোনো খারাপ মন্তব্য করতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি। আমরা চাই এ সকল বখাটের সর্ব্বোচ শাস্তি হোক।
অভিযুক্ত মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. স্বাধীন শেখকে একাধিকবার ফোন দেওয়ার পর সাংবাদিক পরিচয় দিলে কলটি কেটে দেন।
গত ২১ ফেব্রুয়ারি মধ্যপাড়া মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে অভিযুক্ত ছাত্রলীগ নেতারা।
চার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
২ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
২ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
২ ঘণ্টা আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইসফেন্দিয়ার জাহিদ হাসান মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে কালচারাল ফ্রন্ট লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিকের
৫ ঘণ্টা আগে