গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর গাছা থানাধীন হারিকেন ডেগেরচালা এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দগ্ধরা হলেন মো. হারিজ (৫৫), তাঁর স্ত্রী আয়শা খাতুন ও তাঁদের সন্তান মাইদুল।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ তিনজন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে তারা দগ্ধ হয়েছেন, তার কারণ জানাতে পারেননি তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগরীর ডেগেরচালা এলাকায় ভাড়া বাসায় হারিজ নামে দগ্ধ ওই ব্যক্তি স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। বাসার সবাই সকালে ঘুমাচ্ছিল। হঠাৎ সকাল সাড়ে ৬টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই শব্দের পরপর আশপাশের লোকজন নিজেদের ঘর থেকে বের হয়ে দেখেন তিনজন দগ্ধ হয়েছেন। পরে দ্রুত তাঁরা অ্যাম্বুলেন্স করে তাদের হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে তাঁরা ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তবে তাঁদের রুমে কোনো গ্যাসের সিলিন্ডার ছিল না, বিদ্যুৎ সংযোগও ঠিক রয়েছে। বিস্ফোরণে রুমের দরজা, জানালা ভেঙে গেছে। মশারি ও বাচ্চার স্কুলের ব্যাগের কিছু অংশ পুড়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে গাছা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল বলেন, তিনজন দগ্ধ হয়েছেন, তাঁদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। তবে, কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যাচ্ছে না। তাঁদের রুমের টিভি, ফ্রিজ ও বিদ্যুৎ লাইন ঠিক রয়েছে। রুমে গ্যাসের লাইন বা সিলিন্ডারও ছিল না। দগ্ধদের সঙ্গে কথা হলে আসল ঘটনা জানা যাবে।
ওসি আলী মোহাম্মদ বলেন, ‘ঘটনার কারণ জানার চেষ্টা করছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরে রহস্যজনক বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর গাছা থানাধীন হারিকেন ডেগেরচালা এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দগ্ধরা হলেন মো. হারিজ (৫৫), তাঁর স্ত্রী আয়শা খাতুন ও তাঁদের সন্তান মাইদুল।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ তিনজন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে তারা দগ্ধ হয়েছেন, তার কারণ জানাতে পারেননি তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগরীর ডেগেরচালা এলাকায় ভাড়া বাসায় হারিজ নামে দগ্ধ ওই ব্যক্তি স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। বাসার সবাই সকালে ঘুমাচ্ছিল। হঠাৎ সকাল সাড়ে ৬টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই শব্দের পরপর আশপাশের লোকজন নিজেদের ঘর থেকে বের হয়ে দেখেন তিনজন দগ্ধ হয়েছেন। পরে দ্রুত তাঁরা অ্যাম্বুলেন্স করে তাদের হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে তাঁরা ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তবে তাঁদের রুমে কোনো গ্যাসের সিলিন্ডার ছিল না, বিদ্যুৎ সংযোগও ঠিক রয়েছে। বিস্ফোরণে রুমের দরজা, জানালা ভেঙে গেছে। মশারি ও বাচ্চার স্কুলের ব্যাগের কিছু অংশ পুড়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে গাছা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল বলেন, তিনজন দগ্ধ হয়েছেন, তাঁদের ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। তবে, কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যাচ্ছে না। তাঁদের রুমের টিভি, ফ্রিজ ও বিদ্যুৎ লাইন ঠিক রয়েছে। রুমে গ্যাসের লাইন বা সিলিন্ডারও ছিল না। দগ্ধদের সঙ্গে কথা হলে আসল ঘটনা জানা যাবে।
ওসি আলী মোহাম্মদ বলেন, ‘ঘটনার কারণ জানার চেষ্টা করছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তকারীদের হামলায় নিহত হয়েছেন আকরাম হোসেন (৪৫) নামের এক ব্যক্তি। গতকাল বুধবার রাতে নগরের তালাইমারি এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য আকরামের মরদেহ যখন রাজশাহী মেডিকেল কলেজের মর্গে, তখন কান্নাভেজা চোখে এসএসসি পরীক্ষা দিতে যায় তাঁর মেয়ে আলফি আক্তার।
৯ মিনিট আগেমেহেরপুরে পেঁয়াজ চাষি সাইফুল শেখ আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে সরেজমিনে তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি)। আজ বৃহস্পতিবার খানির প্রতিনিধি দল এবং মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল চাষি সাইফুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করেন।
১২ মিনিট আগেজেলা প্রশাসক বলেন, মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়িটি তাঁদের ইচ্ছামতো নির্মাণ করে দেওয়া হবে। তাঁরা যে ডিজাইন (নকশা) দেবেন, সে অনুযায়ী করা হবে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক গতকাল (বুধবার) আর্থিক সহযোগিতা করা হয়েছে।
১৭ মিনিট আগেমেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন
১ ঘণ্টা আগে