নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিতাসের এক কর্মকর্তাসহ ৮ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী মো. শাকিল মন্ডল বলেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছিল। এতে সরকার বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে।
এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিতাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানে ওই এলাকার প্রায় সাড়ে ৬০০ ফুট গ্যাস লাইন তুলে ফেলা হয়। কিন্তু দুপুর ১২টার দিকে ওই এলাকার প্রায় ৩০-৩৫ জনের স্থানীয় একটি দল লাঠিসোঁটা, লোহার পাইপ নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় এক কর্মকর্তা ও ৭ শ্রমিক আহত হয়।
আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ সময় হামলাকারীরা একটি জেনারেটর মেশিন, সংযোগ বিচ্ছিন্নের যন্ত্রাংশ, কোদাল ও উত্তোলিত গ্যাস পাইপ লুট করে নিয়ে যায়। হামলার খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর যৌথবাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। তবে কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিতাসের এক কর্মকর্তাসহ ৮ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী মো. শাকিল মন্ডল বলেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছিল। এতে সরকার বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে।
এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিতাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানে ওই এলাকার প্রায় সাড়ে ৬০০ ফুট গ্যাস লাইন তুলে ফেলা হয়। কিন্তু দুপুর ১২টার দিকে ওই এলাকার প্রায় ৩০-৩৫ জনের স্থানীয় একটি দল লাঠিসোঁটা, লোহার পাইপ নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় এক কর্মকর্তা ও ৭ শ্রমিক আহত হয়।
আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ সময় হামলাকারীরা একটি জেনারেটর মেশিন, সংযোগ বিচ্ছিন্নের যন্ত্রাংশ, কোদাল ও উত্তোলিত গ্যাস পাইপ লুট করে নিয়ে যায়। হামলার খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর যৌথবাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। তবে কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
পাহাড়পুর বৌদ্ধবিহার ১৯৮৫ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। বর্ষার শুরু থেকেই এ বিহারজুড়ে যেন নতুন এক প্রাণের স্পর্শ লেগেছে। লাল, হলুদ, কমলা, বেগুনি ও সাদা নানা রঙের ফুলে ঢেকে গেছে পুরো চত্বর। তার সঙ্গে আলপনায় সাজানো পথ, পাতা-লতা দিয়ে তৈরি পশুপাখির প্রতিকৃতি আর পর্যটকদের পদচারণায়
৩ মিনিট আগেবৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর টানা ভারী বৃষ্টিতে সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসে পড়ে। বড় বড় পাথর ও গাছপালাসহ বিপুল পরিমাণ মাটি সড়কের ওপর পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়। নারী ও শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
১০ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে বোরকা পরে নারীর ছদ্মবেশে চলাফেরার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রসিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে।
২৮ মিনিট আগেঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাস এবং তার পেছনে বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নারীসহ মাইক্রোবাসের দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে পদ্মারেল স্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক স্থানের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।
৪২ মিনিট আগে