রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের হেনা মোড় ও মৈশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের হাটগ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (২৫), খাগজানা গ্রামের প্রহ্লাদ বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাস (২৮) ও পাংশা উপজেলার লস্করপাড়া গ্রামের মৃত খয়েবার আলী মন্ডলের ছেলে মো. আজিজ মন্ডল (৬৫)।
স্থানীয়রা জানায়, কালুখালী থেকে ইঞ্জিনচালিত নসিমনে ১৩ জন লালনভক্ত কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে পাংশার হেনা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি নসিমনকে ধাক্কা দেয়। এ সময় বিল্লাল হোসেন ও প্রশান্ত বিশ্বাস গুরুতর আহত হন।
তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। প্রশান্ত বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে রাত ৯টার দিকে পাংশার মৈশালা বাজার থেকে বাড়ি ফেরার পথে চলন্ত গরুবাহী পিকআপ থেকে একটি গরু মো. আজিজ মন্ডলের গায়ের ওপর লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত আজিজ মন্ডল একই উপজেলার লস্করপাড়া গ্রামের বাসিন্দা।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামান বলেন, গাড়িটি শনাক্তের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনায় পাংশা হাইওয়ে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
রাজবাড়ীর পাংশায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের হেনা মোড় ও মৈশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের হাটগ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (২৫), খাগজানা গ্রামের প্রহ্লাদ বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাস (২৮) ও পাংশা উপজেলার লস্করপাড়া গ্রামের মৃত খয়েবার আলী মন্ডলের ছেলে মো. আজিজ মন্ডল (৬৫)।
স্থানীয়রা জানায়, কালুখালী থেকে ইঞ্জিনচালিত নসিমনে ১৩ জন লালনভক্ত কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে পাংশার হেনা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি নসিমনকে ধাক্কা দেয়। এ সময় বিল্লাল হোসেন ও প্রশান্ত বিশ্বাস গুরুতর আহত হন।
তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। প্রশান্ত বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে রাত ৯টার দিকে পাংশার মৈশালা বাজার থেকে বাড়ি ফেরার পথে চলন্ত গরুবাহী পিকআপ থেকে একটি গরু মো. আজিজ মন্ডলের গায়ের ওপর লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত আজিজ মন্ডল একই উপজেলার লস্করপাড়া গ্রামের বাসিন্দা।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামান বলেন, গাড়িটি শনাক্তের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনায় পাংশা হাইওয়ে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁদপুর শহরের ৫ নম্বর রেলওয়ে ঘাট এলাকায় জায়েদা বেগম (৪৫) নামের এক নারীকে ইট ও দা দিয়ে আঘাত করে হত্যার দায়ে তাঁর ছেলে শরীফ বেপারিকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামছুন্নাহার মামলার এই রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগেআজ বুধবার বিকেল ৫টা ৫২ মিনিটে সিলেটের প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক...
২৫ মিনিট আগেলালমনিরহাটে স্নাতকোত্তরের ব্যবহারিক পরীক্ষা দিতে এসে সন্তান জন্ম দিয়েছেন হাজেরা খাতুন নামের এক পরীক্ষার্থী। আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ছেলেসন্তান হয়। এর আগে তিনি হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন।
২৮ মিনিট আগেসাবেক মন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও তাঁদের মেয়ে এস আমরীন রাখির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
৩১ মিনিট আগে