Ajker Patrika

‘প্রেসক্লাবে সরস্বতী পূজা উদ্‌যাপন অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ’

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৪
‘প্রেসক্লাবে সরস্বতী পূজা উদ্‌যাপন অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ’

পূজা উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব হরলাল রায় সাগর বলেছেন, ‘জাতীয় প্রেসক্লাব সারা দেশের সাংবাদিকদের একটি গর্বিত প্রতিষ্ঠান। প্রথমবারের মতো এখানে সরস্বতী পূজা উদ্‌যাপন হচ্ছে, যা এই প্রতিষ্ঠানের অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। এর মাধ্যমে বিষয়টি সারা দেশের মানুষের সামনে তুলে ধরা হচ্ছে।’

আজ শনিবার সরস্বতী পূজা উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাবে পূজা দিতে আসা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সেবিকা রানী বলেন, ‘প্রেসক্লাবের ইতিহাসে আমরা এই প্রথম পূজা দিচ্ছি। দেবী সরস্বতীকে আমরা মানি বিদ্যা ও সংগীতের দেবী হিসেবে। সত্যিকার অর্থেই আমাদের খুব ভালো লাগছে, আনন্দ লাগছে সম্মিলিতভাবে প্রেসক্লাবে এই পূজা করতে পেরে।’

রাজধানীর মোহাম্মদপুর থেকে পূজা দিতে আসা ১০ বছর বয়সী শিশু পিযুষ পোদ্দার প্রথমবার প্রেসক্লাবে পূজা দিতে এসেছে। দেবীর চরণে অঞ্জলি দিয়ে তার ভালো লাগছে। বছরজুড়ে যেন পড়াশোনা ভালো হয়, দেবীর কাছে সেই প্রার্থনা করে পিযুষ।

পূজা-অর্চনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরস্বতী পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক সুভাষ চন্দ্র বাদলসহ পূজা দিতে আসা সনাতন ধর্মাবলম্বীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত