Ajker Patrika

মশকনিধনে ডিএনসিসিতে বিটিআই কীটনাশক প্রয়োগ শুরু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৮: ২৫
মশকনিধনে ডিএনসিসিতে বিটিআই কীটনাশক প্রয়োগ শুরু 

মশকনিধন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমবারের মতো বিটিআই কীটনাশক প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৭ আগস্ট) ডিএনসিসির অঞ্চল ৩-এর গুলশান ২ এলাকার নরওয়ে রাষ্ট্রদূতের বাসভবন-সংলগ্ন এলাকায় কীটনাশক প্রয়োগ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আজকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ৪০ বছর যাবৎ আমরা টেমিপোস্ট (কীটনাশক) ব্যবহার করতাম মশকনিধনে। কিন্তু আমরা দেখেছি,  উন্নত বিশ্বে আজকে ব্যবহার করছে বিটিআই কীটনাশক। পার্শ্ববর্তী দেশ ভারতে এটা ব্যবহার করছে, সিঙ্গাপুরে ব্যবহার করছে, মিয়ামি সিটিসহ বিভিন্ন দেশে এই বিটিআই ব্যবহার করছে। দেখার পরে আমরা বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে এটা নিয়ে এসেছি।’ 

ডিএনসিসি মেয়র বলেন, বিটিআই পরিবেশ রক্ষা করে। অর্থাৎ এটি যখন আমরা ব্যবহার করছি, এখানে মাছের কোনো ক্ষতি হবে না, জলজ প্রাণীর কোনো ক্ষতি হবে না। এতে লাভটা কী হচ্ছে? লেকে যে মাছগুলো আছে, এগুলোর কোনো ক্ষতি হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষা করে ক্ষতিকর লার্ভা ধ্বংস করবে। এর ফলে আমরা অতীতে ড্রেনে গাপ্পি মাছ ছাড়তাম। কিন্তু এই মাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারতাম না। টেমিপোস্ট প্রয়োগের ফলে গাপ্পি মাছগুলো মরে যেত। এখন সে সুবিধাটা হবে। লার্ভাটা মরবে, গাপ্পি মাছগুলা থাকবে। এবং গাপ্পি মাছগুলো আবার লার্ভা খেয়ে ফেলবে। এর ফলে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করতে সুবিধা হবে। 

ডিএনসিসির জনসংযোগ বিভাগের তথ্য অনুসারে, বিটিআই পানিতে একবার প্রয়োগ করা হলে ১০ দিনের মধ্যে আর স্প্রে করতে হবে না। এতে ডিএনসিসির যে জনবল আছে, তাতে অনেক বেশি এরিয়া কাভার করতে পারবে। পর্যায়ক্রমে ডিএনসিসির ওয়ার্ডগুলোতে এই কীটনাশক প্রয়োগ করতে হবে। 

বিটিআই প্রয়োগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, বিটিআই কীটনাশক সাপ্লায়ার প্রতিষ্ঠান বেস্ট কেমিক্যালের এক্সপোর্ট ম্যানেজার লি চিওং প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত