Ajker Patrika

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার ২৬ বছর পর স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আলম। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আলম। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আলম ওরফে নবীন (৬০)। তিনি সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বাসিন্দা।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান রায়ের তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি খন্দকার আজিজুল হক হান্টু জানান, ১৯৯৯ সালের ২ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে আফসানা নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে। মামলার অভিযোগপত্রে তাঁর স্বামী আলমকে অভিযুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত