Ajker Patrika

পদ্মা নদীতে চলন্ত ফেরিতে আগুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
পদ্মা নদীতে চলন্ত ফেরিতে আগুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটে যাওয়ার সময় একটি ফেরিতে আগুন লেগেছে। আজ শনিবার (১১ জুন) ভোর পাঁচটার দিকে মাঝিকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘাট ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রতিদিনের মতো যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি ‘রোকেয়া’ শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিল। মাঝিকান্দি চ্যানেলে প্রবেশের পর ফেরির একটি কক্ষে আগুন লেগে যায়। সে সময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে আগুন নেভানো হয়। যাত্রীরা অক্ষত ছিলেন। ফেরির ওই কক্ষের বিছানা ও আসবাবপত্র পুড়ে যায়।

শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘ভোর পৌনে ৫টার দিকে ফেরি রোকেয়া ৩৫-৪০টি গাড়ি ও যাত্রী-চালকদের নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। সোয়া ৫টার দিকে বড় নদী থেকে মাঝিকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যানটিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে। অক্ষত অবস্থায় ফেরি মাঝিকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

এদিকে, ফেরিতে আগুন লাগার ঘটনায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে। বিআইডব্লিউটিসির উপ-নৌ অধীক্ষক ক্যাপ্টেন বাপ্পী কুমার অধিকারী জানান, ‘বিআইডব্লিউটিসির চেয়ারম্যান স্যারের মৌখিক নির্দেশে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু এখনো চিঠি ইস্যু করা হয়নি তাই এখনো বলতে পারছি না কত কার্যদিবসের মধ্যে আমাকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হবে। তবে আমি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত