Ajker Patrika

শরীয়তপুরের জেলারকে প্রত্যাহার, ডেপুটি জেলার বরখাস্ত

প্রতিনিধি, শরীয়তপুর
শরীয়তপুরের জেলারকে প্রত্যাহার, ডেপুটি জেলার বরখাস্ত

শরীয়তপুর জেলা কারাগার থেকে ‘ভুল’ আসামিকে জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় জেলার আমিরুল ইসলামকে প্রত্যাহার এবং ডেপুটি জেলার হোসেনুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত মঙ্গলবার (৬ এপ্রিল) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মমিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

 জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল শরীয়তপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া আসামি লিটন সিকদারের পরিবর্তে আরেক আসামি লিটন ফরাজীকে মুক্তি দেওয়া হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার আমিরুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকা বিভাগীয় কারা উপ মহাপরিদর্শকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই অভিযোগে ডেপুটি জেলার হোসেনুজ্জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 কারা মহাপরিদর্শক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের হাতে পৌঁছয়। এর আগে একই অভিযোগে কারারক্ষী ইব্রাহীম হোসেনকে বরখাস্ত করা হয়েছে।

 শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুল আসামিকে মুক্তি দেওয়ার ঘটনায় শরীয়তপুর জেলা কারাগারের জেলারকে প্রত্যাহার এবং ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারা মহাপরিদর্শক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আমরা বিষয়টি জেনেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত