Ajker Patrika

ভিকারুননিসায় ফের ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০১: ৪১
ভিকারুননিসায় ফের ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠেছে। 

জানতে চাইলে আজ শনিবার রাতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথম শ্রেণির ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ উঠেছে। আমরা অভিযোগটি অবশ্যই তদন্ত করে দেখব।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম শ্রেণিতে ৩৬ ছাত্রীর ভর্তিতে অনিয়মের অভিযোগ করেছেন একই অভিযোগে বরখাস্ত শিক্ষক মো. শাহ আলম খান। এর আগে ২০২৪ শিক্ষাবর্ষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত অবৈধভাবে ছাত্রী ভর্তি করা হয় ১৬৯ জন। 

এই ঘটনা ফাঁস হওয়ার পর গত ৫ জানুয়ারি মূল ক্যাম্পাসের দিবা শাখা (বাংলা ভার্সন) প্রধান মো. শাহ আলম খানকে বরখাস্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত