Ajker Patrika

রাজবাড়ীতে টনসিল অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু, চিকিৎসক পলাতক

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২২, ১২: ১২
রাজবাড়ীতে টনসিল অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু, চিকিৎসক পলাতক

রাজবাড়ীতে একটি বেসরকারি ক্লিনিকে টনসিল অপারেশনের সময় ফিরোজ কাজী (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ফিরোজ কাজী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের ডা. রতন ক্লিনিকে অপারেশনের সময় তাঁর মৃত্যু হয়। এ সময় রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে হাসপাতালটি ঘিরে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। 

স্বজনেরা জানান, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা ফিরোজ কাজী দীর্ঘদিন ধরে টনসিলে ভুগছিলেন। গতকাল শুক্রবার বিকেলে শহরের ডা. রতন ক্লিনিকে নাক, কান গলা বিশেষজ্ঞ ডা. মো. হাসান আলীর কাছে যান। ডা. মো. হাসান আলী বলেন, ‘টনসিলে ইনফেকশন হয়েছে। দ্রুত অপারেশন করতে হবে।’ সন্ধ্যা ৭টা থেকে অপারেশন শুরু হয়। রাত ১১টার পরও রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের না করায় স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সে সময় ডাক্তার রোগীর স্বজনদের অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলেন ‘রোগীর অবস্থা খারাপ। দ্রুত ঢাকাতে নিয়ে অপারেশন করতে হবে।’ তখন রোগীর স্বজনদের সন্দেহ হলে অপারেশন থিয়েটারে ঢুকে দেখেন রোগী মারা গেছেন। 

নিহতের ভাই আরিফুল ইসলাম বলেন, ‘বিকেলে ভাইকে নিয়ে ডা. রতন ক্লিনিকে যাই। সেখানে ডা. মো. হাসান আলী কিছু টেস্ট করতে বলেন। সেই টেস্ট করে আনার পর বলেন, ‘দ্রুত অপারেশন করতে হবে। এর জন্য খরচ হবে পনেরো হাজার টাকা।’ পরে ডা. মো. হাসান আলীর পরামর্শে আমার ভাইকে সন্ধ্যা ৭টার সময় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। রাত এগারোটা পরেও ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের না হওয়াতে ডাক্তারকে জিজ্ঞাসা করলে বলেন আরও সময় লাগবে। আমাদের সন্দেহ হলে ভেতরে ঢুকে গিয়ে দেখি আমার ভাই মারা গেছেন। এ সময়ের মধ্যে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যান।’ 

টনসিল অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে মিজানপুর ইউপি চেয়ারম্যান মো. টুকুমিজি বলেন, ‘রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় বেসরকারি ক্লিনিক ডা. রতন ক্লিনিকে ভুল চিকিৎসায় ফিরোজ কাজী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। টনসিল অপারেশনের সময় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রাতে ওই রোগীর স্বজনসহ বিক্ষুব্ধ লোকজন ক্লিনিক ঘিরে রাখেন।’ 
 
ডা. রতন ক্লিনিকের ম্যানেজার আফজাল হোসেনের বলেন, ‘বিকেলে ফিরোজ কাজী নামে এক রোগী এখানে ভর্তি হন। নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. হাসান আলী গলার থাইরয়েড অপারেশনের জন্য সন্ধ্যা সাড়ে ৬টায় ওটিতে যান। এরপর সেখানে কি হয়েছে এ বিষয়ে আমার জানা নেই। পরে জানতে পারি যে রোগী মারা গেছেন।’ 

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদত হোসেন বলেন, ‘ঘটনার পর থেকে ডা. মো. হাসান আলী আত্মগোপনে রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে০াই রোগীর পরিবার মামলার দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত