Ajker Patrika

প্রবল স্রোতে পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত, অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)
প্রবল স্রোতে পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত, অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

আবারও পাটুরিয়া ঘাটে দেখা দিয়েছে যানজট। নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ঘাট এলাকা যানজট মুক্ত রাখতে পুলিশ প্রশাসন ফেরি সংযোগ সড়কের উথলী মোড়ে আটকে দিচ্ছে বিভিন্ন পণ্যবাহী ট্রাক। আজ বুধবার সকাল থেকে আটকে দেওয়া যানবাহনে আরিচা ঘাটমুখী এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। এ ছাড়া পাটুরিয়া ঘাটে ট্রাক টার্মিনালে ঠাঁই না পেয়ে কয়েকশত গাড়ির লম্বা লাইন করে মহাসড়কে দাঁড়িয়ে আছে। সড়কে আটকে থাকা এ সকল যানবাহন শ্রমিকেরা টয়লেট-গোসল ও খাবার নিয়ে পোহাচ্ছেন নানা দুর্ভোগ। 

বুধবার ঘাট এলাকা ঘুরে ও ফেরি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেছে, পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাই ফেরির ট্রিপ সংখ্যা করে দেওয়া হয়েছে। ফেরির ট্রিপ সংখ্যা কমে আসায় কাঙ্ক্ষিত যানবাহন পারাপার করা সম্ভব হচ্ছে না। এতে ঘাট এলাকায় আটকে পারের অপেক্ষায় থাকছে বিভিন্ন যানবাহন। তবে ঘাটে দুর্ভোগ লাগবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস-কোচ, মাইক্রো, প্রাইভেটকারসহ জরুরি কিছু পণ্যবাহী যানবাহন ফেরি পারাপার হলেও আটকে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। সময়ের সঙ্গে সঙ্গে পারের অপেক্ষায় থাকা এ সকল ট্রাকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। 

বিআইডব্লিউটিএ পাটুরিয়া ফেরি টার্মিনাল পার্কিং ইয়ার্ড কর্মকর্তা আকতার হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ মাওয়া নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ থাকায় পাটুরিয়া রুটে সব ধরনের গাড়ির অতিরিক্ত চাপ রয়েছে। আগে এ রুটে যাত্রীবাহী প্রায় ৫ শত বাস-কোচ আসলেও বর্তমানে তা দাঁড়িয়েছে ৭ শত ওপরে। মাইক্রো-প্রাইভেটকারের সংখ্যাও রয়েছে চোখে পড়ার মতো। তবে তুলনামূলকভাবে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। 

পাটুরিয়া রুটে চলাচলকারী শাহ-আলী ফেরির ইনচার্জ মাস্টার অনিল কুমার মণ্ডল বলেন, পদ্মায় ভাটার দিকে পানির টান পড়ায় স্রোতের তীব্রতা অনেকাংশে বেড়েছে। এতে নৌপথের মূল চ্যানেলে ফেরি চলাচল করা সম্ভব হচ্ছে না। ফুল লোড নিয়ে ঘুর পথে গন্তব্যে পৌঁছতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় ব্যয় হওয়ায় ফেরির ট্রিপ সংখ্যা কমে এসেছে। ফেরির ট্রিপ সংখ্যা কম হওয়ায় কাঙ্ক্ষিত যানবাহন পারাপার করা সম্ভব হচ্ছে না। 

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, পাটুরিয়া রুটে যানবাহন পারাপারে বহরের ছোট বড় ১৮টি ফেরি নিয়োজিত রয়েছে। ফেরিগুলো বেশ পুরোনো হওয়ায় স্রোতের বিপরীতে ফুল লোড নিয়ে চলাচল করায় প্রায়শই কোন না কোন ফেরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে মেরামতের জন্য ভাসমান কারখানায় নোঙর করতে হচ্ছে। এ ছাড়া দৌলতদিয়া প্রান্তে পদ্মায় তীব্র স্রোতের কারণে পন্টুনে ফেরি ভিড়তে চরম বেগ পোহাচ্ছে।

পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর রিজানুর রহমান বলেন, বাড়তি যানবাহনের চাপে ঘাট এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হলেও তা পর্যায়ক্রমে ফেরিতে উঠিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া ঘাট এলাকায় যানজট মুক্ত রাখতে পণ্যবাহী কিছু গাড়িকে সংযোগ মোড়ে অপেক্ষা থাকতে হচ্ছে। বিশৃঙ্খলা রুখতে ঘাট এলাকায় বাড়তি ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে। 

ফেরি পারাপারে অপেক্ষায় থাকা ট্রাক চালক মজনু মিয়া বলেন, আজ দুপরে ঘাটের দিকে যেতেই পুলিশ গাড়ি আটকে দেয়। দীর্ঘ সময় গড়িয়ে গেলেও ঘাটের দিকে যাওয়া সম্ভব হয়নি। তবে আগে আসা কিছু কিছু গাড়ি সিরিয়াল মোতাবেক ঘাটের দিকে যাচ্ছে। 

অপর চালক রশিদ আলম বলেন, সকাল থেকে সিরিয়ালে আটকে আছি। দুপরের খাবার ও গোসল করা হয়নি। এখানে তেমন কোন হোটেল নাই। খাবারের জন্য লাইন ছেড়ে কোথাও গেলেও সমস্যা হয়। সিরিয়াল মোতাবেক ঘাটে গেলেও কখন ফেরির টিকিট পাব তা নিয়েও চিন্তায় রয়েছি। 

সংযোগ মোড়ে দায়িত্বে থাকা পুলিশের এসআই কামারুজ্জামান বলেন, আজ সকাল থেকে এখন পর্যন্ত ঘাটে যানজট রয়েছে। এখনো ৫ শতাধিক গাড়ি ফেরি পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। পর্যায়ক্রমে সিরিয়াল মোতাবেক গাড়ি ছাড়া হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত