Ajker Patrika

সাবেক শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার, পাশে ছিল চিরকুট

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২১: ৫৯
সাবেক শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার, পাশে ছিল চিরকুট

ঢাকার সাভারে হাত-পা বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় গোলাম কিবরিয়া (৪৩) নামের এক সাবেক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার বেলা ৩টার দিকে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়ার কবরস্থান মসজিদসংলগ্ন এলাকায় নিজ বাড়ি থেকে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত শুকুর মুন্সির ছেলে। এ ছাড়া তিনি অবিবাহিত ছিলেন। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। তিনি জানান, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। 

ওসি দীপক চন্দ্র আরও জানান, লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। 

 ‘অবৈধ যৌন কাজ’ করার অভিযোগ এনে গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে উদ্ধার হওয়া চিরকুটে। 

স্থানীয় লোকজন বলেন, আজ দুপুরে ঘরের দরজায় সামনে গিয়ে তাঁরা নিহতের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ঘরের মালামাল ওলট-পালট ও আলমারি খোলা ছিল। গোলাম কিবরিয়া সাভার মডেল স্কুলের সাবেক শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি নিজের বাসায় শিক্ষার্থী পড়াতেন। তিনি একাই বাসার একটি ঘরে থাকতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত