নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমানের করার দাবিতে শাহবাগ অবরোধ করেছেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। আজ দুপুর পৌনে ২টায় শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন তাঁরা।
বিকেল ৩টায় সরেজমিনে দেখা যায়, শত শত শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান করে স্লোগান দিচ্ছেন। মোড়ের সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের করার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে অংশ নেওয়া শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এইচএসসি পাশ করে নার্সিংয়ে পড়তে আসি আমরা। অথচ আমাদের এসএসসি পাশ করার পর যেসব ডিপ্লোমা করা হয়, সেই ডিপ্লোমা আমাদের দেওয়া হয়। আমরা চাই, এটিকে ডিগ্রি সমমানের সার্টিফিকেট যেন করা হয়।’
অঙ্কিতা ব্যাপারী শক্তি নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা গত দুই বছর ধরে আন্দোলন করছি কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। বর্তমান সরকারের কাছে এই বৈষম্য আমরা চাই না। দ্রুতই এই বিষয়ে প্রজ্ঞাপন চাই।’
নার্সিং কলেজের একাধিক শিক্ষার্থী জানান, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। অথচ, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।
তাঁরা আরও বলেন, ‘আমরা তিন বছর ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সম্পন্ন করে ছয় মাসের ইন্টার্ন করার পরও আমাদের এইচএসসি সমমান ডিগ্রি দেওয়া হয়। আমরা এটি মানতে পারি না। আমাদের দাবি মেনে নিলেই হচ্ছে। কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না? সরকার দ্রুতই আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
প্রসঙ্গত, নার্সিং কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ডিগ্রি সমমান চেয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করে আসছে। এর আগে শাহবাগে সমাবেশ করে এ দাবি জানায় তাঁরা।
নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমানের করার দাবিতে শাহবাগ অবরোধ করেছেন বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। আজ দুপুর পৌনে ২টায় শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন তাঁরা।
বিকেল ৩টায় সরেজমিনে দেখা যায়, শত শত শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান করে স্লোগান দিচ্ছেন। মোড়ের সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের করার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে অংশ নেওয়া শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এইচএসসি পাশ করে নার্সিংয়ে পড়তে আসি আমরা। অথচ আমাদের এসএসসি পাশ করার পর যেসব ডিপ্লোমা করা হয়, সেই ডিপ্লোমা আমাদের দেওয়া হয়। আমরা চাই, এটিকে ডিগ্রি সমমানের সার্টিফিকেট যেন করা হয়।’
অঙ্কিতা ব্যাপারী শক্তি নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা গত দুই বছর ধরে আন্দোলন করছি কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। বর্তমান সরকারের কাছে এই বৈষম্য আমরা চাই না। দ্রুতই এই বিষয়ে প্রজ্ঞাপন চাই।’
নার্সিং কলেজের একাধিক শিক্ষার্থী জানান, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। অথচ, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।
তাঁরা আরও বলেন, ‘আমরা তিন বছর ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সম্পন্ন করে ছয় মাসের ইন্টার্ন করার পরও আমাদের এইচএসসি সমমান ডিগ্রি দেওয়া হয়। আমরা এটি মানতে পারি না। আমাদের দাবি মেনে নিলেই হচ্ছে। কেন আমাদের দাবি মেনে নিচ্ছে না? সরকার দ্রুতই আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
প্রসঙ্গত, নার্সিং কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ডিগ্রি সমমান চেয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করে আসছে। এর আগে শাহবাগে সমাবেশ করে এ দাবি জানায় তাঁরা।
ফরিদপুরের বোয়ালমারীতে সীমানাপ্রাচীরের ওপরই বহুতল স্কুল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী তিনটি পরিবার। ক্ষতিগ্রস্তরা এ বিষয়ে পৌর প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগেপাবনার বেড়া উপজেলার বাঁধেরহাট থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার খয়েরচর পর্যন্ত ২০১৮ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ১১ কিলোমিটার একটি জাতীয় মহাসড়ক তৈরি করে। লক্ষ্য ছিল ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নৌপথের দূরত্ব কমানো। সড়কটি তৈরিতে ব্যয় হয় ৯৮ কোটি টাকা। এরপর দফায় দফায় প্রকল্পের নকশা পরিবর্তন ও ব্যয় বৃদ্ধি হয়।
১ ঘণ্টা আগেপোশাক খাতে দেশের অন্যতম রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠান ‘ওয়েল গ্রুপ’। বেকারি পণ্য ও হোটেল ব্যবসায়ও সুনাম রয়েছে গ্রুপটির। বছরে সর্বোচ্চ ১ হাজার ২০০ কোটি টাকা রপ্তানি আয়ের রেকর্ড রয়েছে প্রতিষ্ঠানটির। কর্ণধার আব্দুচ ছালামের শ্রম ও ঘামে তিলে তিলে শূন্য থেকে শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান হয়ে ওঠে ওয়েল গ্রুপ।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এ সময় নয় দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে। উত্তরার মুগ্ধ মঞ্চে আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা পত্র পাঠ করেন জুলাই বিপ্লবে গুলিতে আহত তরুণ রাইসুল ইসলাম রাতুল। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র জনতার ব্যানারে।
৩ ঘণ্টা আগে